আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার এ উৎসবের ২২ তম আসর বসবে। ৯ দিনের এ উৎসব শেষ হবে আগামী ২৮ জানুয়ারি। এবারের উৎসবের ‘শর্ট এন্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে নাসির উদ্দিন খান অভিনীত ‘শিশি বোতলের পাস ফেল’।আলী তারেকের রচনা ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রধান ‘কমু’ চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। প্রকাশ্যে এসেছে চলচ্চিত্রটির ট্রেলার। রহস্যে ঘেরা ট্রেলারটিতে দেখা যায়, একটি পাতালঘরে বসে গল্প লিখছেন কমু। পাশাপাশি গল্প বলছেনও তিনি।‘শিশি বোতলের পাস ফেল’গল্প সম্পর্কে নির্মাতা আলী তারেক বলেন, ‘একজন লেখক, তিনি লেখালেখি ছাড়া আর কিছুই করে না। কিন্তু তাঁর স্ত্রী কর্মজীবি। বেকার লেখক বলে প্রায়ই তাঁর স্ত্রীর বিরামহীন নিপীড়নের শিকার হতো। তিনি শুধু তাঁর স্ত্রীর কথা শুনে যেত, রেগে গিয়ে বড় গল্প লিখতে শুরু করলো।
একটা পর্যায়ে তাঁর স্ত্রী খুন হয়। এক রহস্য নিয়ে গল্পটা এগিয়ে যায়। যেখানে গল্পটার বেশ কিছু টুইস্ট আছে।’
নির্মাতা আরও জানান, ২৪ মিনিট দৈর্ঘের এই চলচ্চিত্রটির শুটিং হয়েছে ২০২১ সালের ফ্রেব্রুয়ারিতে।গেল বছরে বেশ কিছু কাজ দিয়ে আলোচনায় ছিলেন নাসির উদ্দিন খান।
সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। দেশের সিরিজ ও চলচ্চিত্রে যেমন তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে, তেমনি ‘বলী’র মতো সিনেমা দিয়ে নিজেকে বিশ্ব চলচ্চিত্রের আঙিনায় পৌঁছে দিয়েছেন। ‘প্রহেলিকা’ ছবিতে জামশেদ চরিত্র, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে।
-দুরন্ত ডেস্ক





