বিনোদন

মানি হেইস্টের আমেজ নিয়ে আসছে ‘বার্লিন’

তুমুল জনপ্রিয় সিরিজ ‘মানি হেইস্ট’ শেষ হয়েছে। তবে মানি হেইস্টের উন্মাদনা এখনও কমেনি দর্শকদের মাঝে। এবার দর্শকদের উন্মাদনা আরো বাড়িতে দিতে নতুন আমেজে আসছে মানি হেইস্ট ফ্র্যাঞ্চাইজির আসন্ন স্পিনঅফ সিরিজ ‘বার্লিন।’ সম্প্রতি বার্লিনের একটি নতুন ট্রেলার প্রকাশ করেছে নেটফ্লিক্স।শো’টি পেড্রো আলোনসোর চরিত্র বার্লিনকে অনুসরণ করবে, যিনি অধ্যাপকের ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদারদের একজন।

দীর্ঘ পাঁচ সিজন দর্শকপ্রিয়তার পর শেষ হয় ‘মানি হেইস্ট।’ এটি একটি বিশাল হিট ছিল এবং নেটফ্লিক্সের সর্বকালের সর্বাধিক দেখা শোগুলির মধ্যে একটি। সিরিজটি শেষ হওয়ার পরপরই এর অন্যতম জনপ্রিয় চরিত্র বার্লিনের চরিত্র নিয়ে একটি সিরিজ নির্মাণের আলোচনা শুরু হয়।

পেড্রো আলোনসো অভিনীত বার্লিন চরিত্রটির অতীতের ঘটনাবলির উপর ভিত্তি করে একটি সম্ভাব্য স্পিনঅফ নির্মাণের ঘোষণাও আসে। অবশেষে দর্শকদের জন্য উন্মোচিত হলো বার্লিনের ট্রেলার।
বার্লিনের ট্রেলারটি প্যারিসের সবচেয়ে বড় নিলাম ঘরে একটি বড় ধরনের ডাকাতির আভাস দেয়। ট্রেলারে বার্লিনের বিশদ পরিকল্পনা তৈরির আভাস দেখা গেছে।

এতে নাজওয়া নিমরিকে অ্যালিসিয়া সিয়েরা এবং ইতজিয়ার ইতুনোকে রাকেল মুরিলোর চরিত্রে দেখা গেছে। রাকেল এবং অ্যালিসিয়া, যারা পূর্বে শত্রু ছিল, এখন বার্লিনের তৈরি একটি নতুন ডাকাতি পরিকল্পনায় ফ্রান্সের পুলিশ সদর দপ্তরে প্রকাশ্যে আসবেন। ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক রাকেল মুরিলো এবং অ্যালিসিয়া সিয়েরার আগমন। সিরিজটিতে রয়্যাল মিন্ট অফ স্পেন এবং ব্যাঙ্ক অফ স্পেন লুণ্ঠনের আগে ঘটে যাওয়া ঘটনাগুলি অনুসরণ করা হবে। তাই রাকেল এবং অ্যালিসিয়া, উভয়ের চরিত্রে দুর্দান্ত কিছু দেখতে চলেছেন দর্শকরা।
ট্রেলারে পুরনো মুখের পাশাপাশি নতুন কিছু মুখও দেখা গেছে বার্লিনের দলে। যার মধ্যে রয়েছেন মিশেল জেনারের কেইলা, বেগোনা ভার্গাসের ক্যামেরন, ট্রিস্টান উলোয়ার ড্যামিয়ান।
বার্লিন, বরাবরের মতো তার নিজস্ব স্টাইলে দর্শকদের মুগ্ধ করেছেন। নতুন সিরিজেও তার ব্যতিক্রম হয়নি। ট্রেলারে মানি হেইস্ট-এর চেয়ে বেশি রোমান্স ফুটে উঠেছে বলা যায়। হয়তো নির্মাতারা চরিত্রগুলির একটি নতুন দিক তুলে ধরতে চান তবে এটি কাজ করবে কি না,সেটি জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির জন্য প্রস্তুত বার্লিন।

-দুরন্ত ডেস্ক