বিনোদন

স্মৃতিপদক পাচ্ছেন ,মুনীর চৌধুরী ও জাকারিয়া

থিয়েটার প্রবর্তিত মুনীর চৌধুরী সম্মাননা ও মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন দুজন।  মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৩ সালের পদক প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।মুনীর চৌধুরী সম্মাননা পাচ্ছেন নাট্য নির্দেশক ও গবেষক কামালউদ্দিন নীলু এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পাচ্ছেন তরুণ নির্দেশক বাকার বকুল।থিয়েটারের পরিচালক রামেন্দু মজুমদার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯০ সাল থেকে থিয়েটার প্রতিবছর মুনীর চৌধুরী সম্মাননা ও ১৯৯৭ সাল থেকে মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক প্রদান করে আসছে। আইএফআইসি ব্যাংকের সৌজন্যে পদক দুটির অর্থমূল্য যথাক্রমে ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। ২০২৩ সালের পদক প্রদান অনুষ্ঠানের তারিখ পরবর্তীতে জানানো হবে।

-দুরন্ত ডেস্ক