বিনোদন

‘ওপেনহাইমার’-এর অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা ভারতে

ক্রিস্টোফার নোলান পরিচালিত বহুল প্রত্যাশিত ঐতিহাসিক থ্রিলার ‘ওপেনহাইমার’ সারা বিশ্বের পাশাপাশি ভারতেও মুক্তি পেতে চলেছে। বিশ্বব্যাপী ২১ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। ইতিমধ্যে ভক্তদের মাঝে তুমুল আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে। ভারতীয় ভক্তদের মাঝেও সেই আগ্রহের পারদ আকাশছোঁয়া।

এবার ভারতে সিনেমাটির টিকিট অগ্রিম বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। শিগগিরই সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হতে যাচ্ছে ভারতে।
ইউনিভার্সাল পিকচার্স ভারতে আইম্যাক্স থিয়েটারের জন্য অগ্রিম বুকিং শুরু করার ঘোষণা দিয়েছে। ক্রিস্টোফার নোলান, আইম্যাক্স ফরম্যাটের প্রতি তার সখ্যের জন্য বিখ্যাত।

এই চলচ্চিত্রটি বিশেষভাবে আইম্যাক্স স্ক্রিনের মহিমার জন্য তৈরি করেছেন তিনি।

ভারতে দর্শকদের ব্যাপক চাহিদার জন্য ফিল্মটি ইংরেজি এবং হিন্দি উভয় ভাষায় মুক্তি পাবে। সিনেমাটি মুক্তির কাউন্টডাউন শুরু হয়েছে এবং ক্রিস্টোফার নোলানের ভারতীয় ভক্তরা অধীর আগ্রহে ‘ওপেনহাইমার’-এর সিনেমাটিক দর্শনের অপেক্ষায় রয়েছেন। সিনেমাটির আকর্ষণীয় বিষয়বস্তু, ইতিহাসসংবলিত গল্প, ব্যতিক্রমী কাস্ট এবং নোলানের দূরদর্শী নির্দেশনাসহ ‘ওপেনহাইমার’ নিঃসন্দেহে ২০২৩ সালের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্রগুলোর মধ্যে একটি।

চলচ্চিত্রটি ইতিমধ্যে উল্লেখযোগ্য গুঞ্জন তৈরি করেছে এবং বক্স অফিসে নতুন রেকর্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে। এমনকি হলিউড সুপারস্টার টম ক্রুজও সিনেমাটি মুক্তির অপেক্ষায় নিজের আগ্রহ প্রকাশ করেছেন।
জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীর গল্প নিয়ে নির্মিত এই সিনেমা। জে. রবার্ট ওপেনহাইমার ছিলেন আমেরিকান তাত্ত্বিক পদার্থবিদ, যিনি পারমাণবিক বোমার জনক হিসেবে স্বীকৃত। ক্রিস্টোফার নোলান রচিত এবং পরিচালিত চলচ্চিত্রটি কাই বার্ড এবং মার্টিন জে শেরউইনের ‘আমেরিকান প্রমিথিউস’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে।

এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন সিলিয়ান মারফি। আরো রয়েছেন এমিলি ব্লান্ট, ফ্লোরেন্স পুগ, রবার্ট ডাউনি জুনিয়র, ম্যাট ড্যামন, রামি মালেক, বেনি সাফডির মতো তারকা।
-দুরন্ত ডেস্ক

Leave a Reply