বিনোদন

অ্যারনফস্কি পরিচালনায়,পর্দায় আসছে ইলন মাস্কের জীবনী

বিশ্বের শ্রেষ্ঠতম ধনী ইলন মাস্কের জীবনী এবার আসছে সিনেমার পর্দায়। আর এই বিগ বাজেটের সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন অস্কার মনোনীত বিখ্যাত পরিচালক ড্যারেন অ্যারনফস্কি। খ্যাতনামা প্রডাকশন কম্পানি ‘এ২৪’ সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, ধনকুবের ইলন মাস্কের জীবনী নিয়ে বই বেরিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরে।
এবার সেটিকে চলচ্চিত্রে রুপ দিতে যাচ্ছে ড্যারেন অ্যারনফস্কি। হার্ভার্ডে পড়া ড্যারেন এর আগে ‘দ্য রেসলার’, ‘ব্ল্যাক সোয়ান’, ‘নোয়াহ’, ‘দ্য হোয়েল’-এর মতো ছবি নির্মাণ করেছেন। গত বছর ‘দ্য হোয়েল’ চলচ্চিত্রে অভিনয় করেই সেরা অভিনেতার পুরস্কার জেতেন ব্রেন্ডন ফ্রেজার। অন্যদিকে ‘এ২৪’ প্রযোজিত ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ান্স’ জিতেছিল অস্কার।
‘এ২৪’-এর এক প্রতিনিধি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন, চলচ্চিত্রটির বিভিন্ন সেক্টরে হলিউডের নামজাদা কলাকুশলীরা কাজ করবেন। তবে ইলন মাস্ক চরিত্রে কে অভিনয় করবেন, এখনো তা ঠিক হয়নি। এ বছর এ-২৪ এর ছয়টি সিনেমা মোট ১৮টি অস্কার মনোনয়ন পেয়েছে। অস্কার মনোনয়ন দৌড়ে মিডিয়া মোগল ওয়াল্ট ডিজনির পরই দ্বিতীয় স্থানে ছিল স্টুডিওটি।
তাই মাস্কের আসন্ন সিনেমাটি ঘিরে ইতোমধ্যে বেশ কৌতুহল তৈরি হয়েছে সিনেপ্রেমীদের মনে।
ইলন মাস্ক
বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বায়োগ্রাফি লিখেছেন তারকা বায়োগ্রাফার ওয়াল্টার আইজ্যাকসন। তিনি এর আগে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসের জীবনী লিখেছিলেন। সেই বই থেকে ২০১৫ সালে চলচ্চিত্রে রূপ দেওয়া হয়। প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টারের তথ্য অনুযায়ী, মাস্কের আত্মজীবনী লেখার জন্য আইজ্যাকসন দুই বছর ইলন মাস্কের কাজকর্ম অনুসরণ করেছেন, বেশ কয়েকবার তার সাক্ষাৎকার নিয়েছেন।

পাশাপাশি কথা বলেছেন মাস্কের পরিবার, বন্ধু ও কাছের মানুষদের সঙ্গে। এই বইয়ে মাস্কের ছোটবেলা, প্রেমিকা ও সন্তানদের সম্পর্কে অনেক অজানা তথ্য উঠে এসেছে।
রয়টার্স এর প্রতিবেদন অনুসারে, ‘ইলন মাস্ক’ বইটির স্বত্ব কিনে নেওয়ার জন্য মুখিয়ে ছিল হলিউডের বড় বড় স্টুডিও ও চলচ্চিত্র নির্মাতারা। তুমুল প্রতিযোগিতার পর এ-২৪ বইটির স্বত্ব কিনে নেয়।
রকেট নির্মাতা ও স্যাটেলাইট যোগাযোগ ফার্ম ‘স্পেসএক্স’ এর পাশাপাশি ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে দামী অটোমেকার টেসলা, টানেল নির্মাতা ‘দ্য বোরিং কোম্পানি’ ও ব্রেইন চিপ কোম্পানি ‘নিউরালিংক’-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। উদ্ভট ও বিতর্কিত বিভিন্ন সিদ্ধান্ত ও মন্তব্যের কারণে সবসময়ই আলোচনায় থাকেন মাস্ক। গত বছর ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘টুইটার’ কিনে নেন ৫২ বছর বয়সী এই বিলিয়নিয়ার উদ্যোক্তা। ‘টুইটার’ কেনার পরপরই তিনি এর নাম বদলে রাখেন ‘এক্স’। সম্প্রতি মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে কুস্তি খেলার চ্যালেঞ্জ জানিয়েও আলোচনায় ছিলেন তিনি।

-দুরন্ত ডেস্ক