সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস। ভারতের ৫৪তম আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসবে তাঁকে এই পুরস্কার দেওয়া হবে। ২০-২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে এই চলচ্চিত্র উৎসব। এর আগে দিলীপ কুমার, লতা মঙ্গেশকরের মতো ভারতীয় কিংবদন্তি এই পুরস্কার পেয়েছেন।
ওই সময়ই মন্ত্রী অনুরাগ ঠাকুরসহ অন্য কলাকুশলীরা তাঁকে ভারতে আমন্ত্রণ জানান। কথা দিয়েছিলেন খুব শিগগির ভারত ভ্রমণ করবেন। অবশেষে ভারত ভ্রমণের দারুণ উপলক্ষ এলো ‘ওয়াল স্ট্রিট’ অভিনেতার সামনে।১৯৬৬ সালে মাইকেল ডগলাস হলিউডে ক্যারিয়ার শুরু করেন।অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন। ‘ওয়াল স্ট্রিট’ ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেতার অস্কার পুরস্কার। ২০০৯ সালে পান আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট লাইফটাইম অ্যাওয়ার্ড। একাধিকবার বাফটা, গোল্ডেন গ্লোব, এমি অ্যাওয়ার্ডসেও মনোনীত হয়েছেন। পেয়েছেন পুরস্কারও।