কোরিয়ান পপ ব্যান্ড ‘বিটিএস’-এর সর্বকনিষ্ঠ সদস্য জাংকুকের প্রথম একক ‘সেভেন’ ইতিহাস তৈরি করেছে। মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে গানটি দ্রুততম গান হিসেবে ৯০০ মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। গত জুলাই মাসে গানটির মাধ্যমে একক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। তার কণ্ঠে ‘সেভেন’ গানটি বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
ল্যাটোর সঙ্গে যৌথ সহযোগিতায় গাওয়া গানটি দ্রুততম সময়ে স্পটিফাইতে ৯০০ মিলিয়ন স্ট্রিম অতিক্রম করেছে। মাত্র ৯২ দিনে ৯০০ মিলিয়ন ছাড়িয়েছে এটি। পূর্বের মাইলি সাইরাসের ‘ফ্লাওয়ারস’ গানের স্ট্রিম রেকর্ড (৯৩ দিন) ভেঙেছে জাংকুকের ‘সেভেন’ গানটি।
‘সেভেন’ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিলবোর্ডের ‘হট-১০০’ চার্টের শীর্ষস্থান ও ‘গ্লোবাল- ২০০’-এর শীর্ষস্থান দখল করেছে। এদিকে জ্যাক হ্যারলের সঙ্গে গাওয়া তার নতুন একক ‘থ্রিডি’ একই দিনে স্পটিফাইয়ে ১০০ মিলিয়ন স্ট্রিমে পৌঁছেছে।
এর আগে, ৩ অক্টোবর মিউজিক কোম্পানি ‘বিগ হিট মিউজিক’ জাংকুকের একক গান ‘সেভেন’ ও ‘থ্রিডি’ সহ ১১টি গান আসার ঘোষণা দেয়। তবে গানের পূর্ণ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। ‘গোল্ডেন’ একক অ্যালবামটি গায়কের একক শিল্পী হিসেবে আত্মপ্রকাশের মাধ্যমে তার স্মরণীয় মুহূর্তগুলো তুলে ধরেছে বলে জানা গেছে।
২০১০ সালে গঠিত হয়েছে কে-পপ ব্যান্ড ‘বিটিএস’। ২০১৩ সালে তারা প্রথম অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করে। গত জুনে ব্যান্ডটির এক দশক পূর্ণ হয়েছে। তবে বর্তমানে দলীয় কাজ থেকে সাময়িক বিরতিতে রয়েছেন ‘বিটিএস’সদস্যরা। দেশিটির বাধ্যতামুলক সামরিক পরিষেবায় রয়েছেন অনেকেই। ২০২৫ সালে সব বিটিএস সদস্য আবারও ব্যান্ডে একত্রিত হবে বলে জানিয়েছে ব্যান্ডটি।
-দুরন্ত ডেস্ক





