বন্ধুরা এই ঈদে তোমাদের জন্য চ্যানেল আই তে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রচারিত হবে ছোট কাকু। তবে এবারের পর্বের নাম দেয়া হয়েছে “বকা খেয়ে বগুড়াতে” । জনপ্রিয় শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ অবলম্বনে নির্মিতব্য গোয়েন্দা সিরিজটি তোমাদের জন্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন পরিচালনা করেছেন। ছোট কাকুতে অভিনয় করেছে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল, কোনাল, মুনিয়া, আশীষ খান, এ. কে. আজাদ সেতু, দ্বীপসহ আরো অনেকে।
-দুরন্ত ডেস্ক





