“টেন মিনিট স্কুল” এর কথা আমরা প্রায় সবাই শুনেছি। “টেন মিনিট স্কুল” এ্কসাথে জে এস সি, এস এস সি, এইস এস সি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক শিক্ষার্থীগন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দক্ষতা বাড়ানোর জন্য বিভিন্ন অনুপ্রেরনামুলক ভিডিও,ব্লগ প্রকাশ করে থাকে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ও টেন মিনিট স্কুল এর ‘দক্ষতা উন্নয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ‘টেন মিনিট স্কুল’র প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। কর্মশালায় আয়মান সাদিক ক্যারিয়ার গাইডলাইন, সফটওয়্যার স্কিল, এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিস, বিদেশে উচ্চশিক্ষা, প্রেজেন্টেশনসহ বিভিন্ন দিক নিয়ে কথা বলেন।
আয়মান সাদিক বিভিন্ন সময় বিভিন্ন ক্যাম্পাসে কর্মশালা আয়োজন করে থাকে যা শিক্ষার্থীদের জন্য অনেক ভাল একটি উদ্যোগ।এসব কর্মশালা শিক্ষার্থীদের হতাশা থেকে বের হয়ে আসতে সাহায্য করে এবং কারিয়ারকে সুন্দর ভাবে গড়ে তুলতে সাহায্য করে থাকে। “টেন মিনিট স্কুল” এর সাফল্য যাতে অনুপ্রাণিত করতে পারে সকলকে , সুগম করতে পারে এগিয়ে চলার পথ।
দুরন্ত প্রতিনিধি-
আফিয়া ফাইরুজ
সিলেট সদর





