[সিলেট সদর]
“ছাত্র-শিক্ষক বিতর্ক ২০১৭” তে ড.মুহম্মদ জাফর ইকবাল স্যারের উপস্থিতির কারনে অডিটরিয়ামের শুধু নিচতলা নয় বরং উপরতলাকেও পূর্ণ করে দিল।
গত ৩’রা এপ্রিল,২০১৭ বিকাল ৫.৩০ ঘটিকায় “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট” এ অনুষ্ঠিত ছাত্র-শিক্ষক বিতর্কে সেন্ট্রাল অডিটোরিয়ামে দরশকের ভীড় ছিল অন্যান্য সময়ে অনুষ্ঠিত বিতর্কের দ্বিগুন।ধারনা করা হয় জাফর ইকবালের উপস্থিতিই দর্শকসংখ্যা বৃদ্ধির মূল কারন। “শাহজালাল ডিবেটিং সোসাইটি” আয়োজিত “চ্যানেল আই”এর সৌজন্যে অনুষ্ঠিত এই বিতরকের বিষয় ছিল “পৃথিবীতে ভালবা্সা বলে কিছু নেই, সবই মিডিয়ার সৃষ্টি।”এই বিতর্কে সরকারী দল ছিল শাবিপ্রবির ছাত্রগন এবং বিরোধী দল ছিল শাবিপ্রবির শিক্ষকগন।
বি্তর্ককালীন সময়ে সরকারী দল বর্তমানের প্রেক্ষাপটে ভালবাসার সংজ্ঞা, প্রমান,ভালবাসায় যেকোনো মাধ্যমের ভূমিকা, ভালবাসার ক্ষেত্রে ফেসবুকের কুফল, কোনো কোনো ক্ষেত্রে মিডিয়ার বাধা হিসেবে ভূমিকা পালন ইত্যাদি বিষয় তুলে ধরেছে। অপরদিকে বিরোধী দল বর্তমান মানুষের ভালবাসা সম্পর্কে ভুল ধারনা ও তরুন সমাজের হতাশাকে কেন্দ্র করে তাদের বক্তব্য প্রকাশ করেছিল।
বিতর্কের শেষে মূলত দর্শকগণের মতামতের ভিত্তিতে শিক্ষকদল অর্থাৎ বিরোধীদলকেই বিজয়ী ঘোষণা করা হয়।
বিতর্কের মাধ্যমে শিক্ষকদল প্রমান করে গেলেন যে ভালবাসা পৃথিবীতে সবসময়ই ছিল এবং থাকবে। সেই ভালবাসা বুঝতে হলে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবরতন করতে হবে এবং সকল প্রকার হতাশা, দোটানা থেকে বের হয়ে আসতে হবে। নিজেকে ভালোবাসার মাধ্যমেই পৃথিবীর সকল হতাশা দূর করা সম্ভব।
আফিয়া ফাইরুজ
দূরন্ত প্রতিবেদক, সিলেট সদর