প্রকৃতির টানে নতুন আঙ্গিকে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে গ্রীন লাইফ সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয়েছে ৩০ টাকার বৃক্ষ মেলা। যার নাম রাখা হয়েছে “৩০ টাকায় গাছ: সিজন-০৭” ফেইজ-০২: নারায়ণগঞ্জ। এই বৃক্ষ মেলা শুরু হয়েছে গত ১০ই মে ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে, এবং চলবে ১২ই মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
মেলার আয়োজক গ্রীন লাইফ সোসাইটি এবং ট্রি পার্টনার নিপা প্লান্ট নার্সারি যৌথভাবে এই অনন্য উদ্যোগ গ্রহণ করেছে। মেলায় ফলজ, ফুলজ, বনজ এবং ঔষধি গাছের চারার বিশাল সংগ্রহ রাখা হয়েছে। বেলি, টগর, গন্ধরাজ, গোলাপ, হাসনাহেনা সহ চাহিদাসম্পন্ন গাছগুলো শুরুতেই বিপুল সাড়া ফেলেছে নারায়ণগঞ্জবাসীর মধ্যে।
আয়োজকরা জানান, নতুন ভেন্যু হিসেবে তোলারাম কলেজে এতটা জনস্রোত আশা করা হয়নি। প্রথম দিনেই জনপ্রিয় গাছগুলোর স্টক শেষ হয়ে যায়। তবে তারা আশ্বস্ত করেছেন, মেলার শেষ দিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে গাছের মজুদ রাখা হবে যেন প্রতিটি আগ্রহী ক্রেতা তাদের পছন্দের গাছ সংগ্রহের সুযোগ পান।
আজ সকাল ১০টার দিকে গ্রীন লাইফ সোসাইটি তাদের ফেসবুক পেজে লাইভে এসে জানায়, আজকের কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে এবং পর্যাপ্ত গাছের মজুদ রয়েছে। সকালের ব্যস্ততম সময় পার হয়ে গেলেও, দুপুর পর্যন্ত চাহিদাসম্পন্ন চারাগুলো পাওয়া যাচ্ছে। যদিও আয়োজকরা আশঙ্কা করছেন, বিকেলের আগেই গাছের স্টক শেষ হয়ে যেতে পারে আগ্রহী মানুষের ভিড়ের কারণে।
এই আয়োজনের মূল লক্ষ্য হলো, নারায়ণগঞ্জের নাগরিকদের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা। আয়োজকদের ভাষায়, “প্রকৃতির বন্ধনে নিজেকে জড়াতে চাইলে গাছ লাগান। এতে শুধু নিজে উপকৃত হবেন না, উপকৃত হবে আগামী প্রজন্মও।”
মেলায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, স্বল্পমূল্যে মানসম্মত গাছের চারা পেয়ে তারা খুবই সন্তুষ্ট। অনেকেই পরিবার-পরিজন নিয়ে গাছ কিনতে এসেছেন। আয়োজকেরা অংশগ্রহণকারীদের বাসা থেকে নিজস্ব ব্যাগ নিয়ে আসার আহ্বান জানিয়েছেন ‘Say No To Polythene’ শ্লোগানের মাধ্যমে।
এ ছাড়া মেলায় থাকছে ওপেন ভলান্টিয়ারিং-এর সুযোগ, যেখানে তরুণ-তরুণীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পরিবেশ রক্ষার এই মহৎ উদ্যোগের অংশ হতে পারছেন।
গ্রীন লাইফ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল মেলার শেষ দিনেও একইভাবে সকালের শুরু থেকেই পর্যাপ্ত গাছের চারা সরবরাহ করা হবে। আয়োজকরা নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানিয়েছেন মেলায় এসে গাছ কিনে পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের।
গাছ কিনুন, গাছ লাগান, প্রকৃতির পাশে থাকুন , “এই স্লোগানেই জমজমাট হয়ে উঠেছে সরকারি তোলারাম কলেজের প্রাঙ্গণ”।
– ইমরুল কায়েস





