এক্সক্লুসিভ নিউজ

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উৎসব

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী একটি প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। যাঁরা কেন্দ্রের সঙ্গে বিভিন্ন সময়ে নানাভাবে জড়িত, কেন্দ্রকে ভালোবেসেছেন, কেন্দ্রকে গড়ে তোলার ব্যাপারে আন্তরিক সহযোগিতা দিয়ে পাশে ছিলেন, তাঁদের সঙ্গে নিয়ে চলবে দিনব্যাপি উৎসব। কেন্দ্রের অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী সকলকে এ অনুষ্ঠানে উপস্থিত থাকতে সাদর আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মানিত সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ।

এদিন সকাল দশটা থেকে রাত দশটা চলবে এই উৎসব।

-দুরন্ত ডেস্ক