সাহিত্য সংস্কৃতি

বসন্তের আগমনী বার্তা

ছোট্ট বন্ধু রা তোমরা সবাই কেমন আছো? এই হাড় কাঁপানো শীত তো প্রায় চলে যেতে শুরু করেছে, তা কি তোমরা লক্ষ্য করেছো? নতুন এক ঋতুর আগমনের বার্তা পাওয়া যাচ্ছে। তোমরা কি বলতে পারবে আমি কোন ঋতুর কথা তোমাদের বলতে যাচ্ছি? হে তোমরা ঠিক ই ধরেছো আমি তোমাদের বসন্ত ঋতুর কথাই বলতেছি। চলো আমাদের আগে জেনে আসা দরকার বসন্ত ঋতু আগমন ঘটে কখন, বসন্ত ঋতুর আগমন ঘটে শীত চলে যাওয়ার পরে গ্রীষ্ম আসার আগমুহূর্তে অর্থাৎ ফাল্গুন-চৈত্র এই মাস বসন্ত কাল।

বসন্তের আগমনে আমাদের শস্য শ্যামল সোনার বাংলাদেশের চারিদিকে ফুলে ফুলে ভরে ওঠে, ফুলে ফুলে কত রকমের যে প্রজাপতি উড়ে বেড়ায়, দেখতে লাগে ও বেশ। তখন গাছে গাছে সবুজ পাতায় ভরে ওঠে, সেই সব গাছের ডালে সবুজ পাতার পাকে কুকিল গেয়ে যায় তার সুমধুর সুরে গান। সেই সুরেলা গান শুনে নেচে উঠে প্রাণ। শুকনো মাটির বুক ফেটে ওঠে আসে সুন্দর মসৃণ ঘাস। মনে হয় যেন গ্রাম বাংলার প্রকৃতি এক নবরুপে সজ্জিত হচ্ছে। দিগন্ত বিস্তৃত ধান খেত গুলো তে সবুজের ঢেউ খেলে যায়।শেষ বিকেলে গোলাপি আলো হারিয়ে যেতে না যেতে আকাশ জুড়ে দেখা যায় হাজারো তাঁরার মেলা। চাঁদ মামা ও তার আলো দিয়ে আলোকিত করে দিতে চায় বসন্তের এই প্রকৃতি। রাত যত গভীর হয় গ্রাম বাংলার মাঠেঘাটে যেন বসে জোনাকির মেলা। তা দেখে আমাদের দুই চোখ যায় জুড়িয়ে। শীতের শীতল হয়ে যাওয়া প্রকৃতি বসন্তে স্পর্শে জাদুময়ী ভাবে হয়ে উঠে প্রাণবন্ত। এই সময়ে আম, জাম, কাঁঠাল, লিচু সহ কত রকম গাছেই না মুকুল আসে। মুকুলের গন্ধে মাতোয়ারা হয়ে যায় মৌমাছির দল।তখন মৌমাছিরা সারাক্ষণ মধু সংগ্রহের কাজে খুবই ব্যস্ত থাকে।ছোট্ট বন্ধুরা তোমরা কি জানো বসন্ত ঋতু যত টা সৌন্দর্য ময়ী, তত টা ফলবন্ত নয়।

তবে আরো একটি বিষয় আছে তা কি তোমরা জানো? গ্রীষ্ম কালে যে এত বাহারি ধরনের ফল পাওয়া যায়, তাঁর প্রস্তুতি পাঠ কিন্তু হয় এই বসন্ত ঋতুতে ই। বসন্ত ঋতুতে যে একেবারে কোনরকমের ফল হয় না তা কিন্তু নয়, এই সময়ে ডাব, তরমুজ, কলা, বাঙ্গি ইত্যাদি হয়ে থাকে।ছোট্ট বন্ধু রা তোমরা কি জানো বসন্তের আসল সৌন্দর্য কোথায়? বসন্তের আসল সৌন্দর্য হলো, দখিনা ঝির ঝির বাতাসে নাতিশীতোষ্ণ আবহাওয়া আর হাজারো ফুলের সমাহারে।এই সময়ে গোলাপ, শিমুল, পলাশ,কৃষ্ণচূড়া ইত্যাদি ফুল ফুটে।সেই ফুলে ঝির ঝির বাতাসে তাদের গন্ধ চড়িয়ে পড়ে চারিদিকে। বসন্ত ঋতু হলো সব থেকে নিরাপদ ঋতু। এই সময়ে মানুষ প্রকৃতির কাছ থেকে নিরাপত্তার বার্তা পেয়ে মেতে ওঠে হাজারো অনুষ্ঠানে। বসন্তের দিন গুলো তে গ্রাম বাংলায় বসে হরেকরকমে মেলা, সে মেলায় গাওয়া লোকো গান শুনা যায় গ্রাম বাংলার প্রতিটি মানুষের মুখে মুখে।

তবে বসন্ত ঋতুর স্থায়িত্ব কাল খুবই সল্প।ফাল্গুন- চৈত্র এই দুই মাসকে বসন্ত ঋতু ধরা হলেও ফাল্গুন মাসের শেষ অংশে থেকেই গ্রীষ্মের আবাস পাওয়া যায়। হারিয়ে যেতে শুরু করে বসন্তের রুপ ও যৌবন।

-মো: এমরান চৌধুরী