সংগঠন সংবাদ

“আনকোরা” আয়োজিত “বুক কার্নিভাল ২০২৫”

গত ২২শে ফেব্রুয়ারি ২০২৫ (রোজ শনিবার) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয়েছে বুক কার্নিভাল ২০২৫। অনুষ্ঠান এর আয়োজক ছিল তরুন সাংস্কৃতিক সংগঠন আনকোরা। সহ আয়োজক ছিল বাঘমামা, বইপোকাদের আড্ডাখানাড্রিম শেল্টার ফাউন্ডেশন। এবং ইভেন্ট এর স্পন্সর হিসেবে ছিল গুফি

কবি, সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের এই মিলনমেলায় অতিথি হিসেবে ছিলেন লেখক সোনিয়া তাসনিম খান, লেখক নাইমুল রাজ্জাক, কবি তৌহিদুল হক, লেখক সিরাজুল ইসলাম এফসিএ, ঊপন্যাসিক তৌহিদুর রহমান, কন্টেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়, লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং কবি, লেখক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী সহ আরো অনেকে।

সকাল ১০.০০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আনকোরা এর চেয়ারম্যান মো. আরিফুর রহমান। সারাদিন আমন্ত্রিত লেখকরা তাদের লেখা বই ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাহিত্যপ্রেমীদের সাথে। সাথে আরো আলোচনা হয় জুলাই আন্দোলন এর স্মৃতিচারন নিয়ে। পাশাপাশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দীন এবং কবি ও লেখক লতিফুল ইসলাম শিবলী উল্লেখ করেন ভবিষ্যত তরুণ প্রজন্ম নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা।

সর্বশেষে ‘বুক অলিম্পিয়াড বাংলাদেশ-সিজন ১’ এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। পুরষ্কার বিতরনীতে আমন্ত্রিত অতিথিদের সাথে আরো উপস্থিত ছিলেন আনকোরা এর চেয়ারম্যান আরিফুর রহমান এবং পরিচালক আবরার শাকিফ খান

উল্লেখ্য, বাংলাদেশ এই প্রথমবার ‘গুফি’ এর সৌজন্যে ‘আনকোরা’ আয়োজন করে ‘বুক অলিম্পিয়াড বাংলাদেশ’ এর। গত ২১শে ফেব্রুয়ারি অনলাইন মাধ্যমে কুইজ প্রতিযোগিতার আয়োজন হয়। যার পুরষ্কার বিতরণ করা হয় ‘বুক কার্নিভাল ২০২৫’ এর মঞ্চে।

-দুরন্ত ডেস্ক