সংগঠন সংবাদ

নতুন ভাবনার নতুন ঠিকানা: Bangla Innovator

নতুন কিছু ভাবা, সৃষ্টি করা, এবং অন্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা—এই তিনটি গুণ যদি একত্রে পাওয়া যায়, তাহলে যে কেউ হতে পারে ভবিষ্যতের পথপ্রদর্শক । শিক্ষার্থীদের মধ্যে এই গুণগুলো গড়ে তোলার লক্ষ্যেই যাত্রা শুরু করেছে এক অভিনব প্ল্যাটফর্ম— ‘ Bangla Innovator ‘

এই উদ্যোগে অংশ নিতে পারছে দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। “Compete to Innovate, Learn to Lead”—এই মূল স্লোগানকে সামনে রেখে Bangla Innovator চায় এমন একটি প্রজন্ম গড়ে তুলতে, যারা উদ্ভাবনী চিন্তায় বিশ্বাস করে এবং নেতৃত্বদানে দক্ষ।

কী কী নিয়ে কাজ করে Bangla Innovator?

Bangla Innovator নানা বিষয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে:

বিজ্ঞান ও প্রযুক্তি: আধুনিক বিজ্ঞানের বিষয়গুলো সহজভাবে শেখার সুযোগ।

উদ্ভাবন ও গবেষণা: সমস্যা চিহ্নিত করে তার সমাধানে নিজস্ব ধারণা প্রকাশ।

সংস্কৃতি ও ফটোগ্রাফি: নিজ নিজ আগ্রহ ও প্রতিভা তুলে ধরার সুযোগ।

খেলাধুলা ও পরিবেশবিষয়ক কার্যক্রম: শারীরিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলা।

কী ধরনের আয়োজন করে?

শুধু বিষয়ভিত্তিক কাজ নয়, Bangla Innovator শিক্ষার্থীদের জন্য আয়োজন করে নানা রকম কার্যক্রম। যেমন:

কুইজ ও অলিম্পিয়াড

ওয়ার্কশপ ও সেমিনার

শিক্ষামূলক প্রতিযোগিতা

স্কিল ডেভেলপমেন্ট ট্রেইনিং

মিটআপ ও সৃজনশীল কার্যক্রম

এসব আয়োজনের মূল উদ্দেশ্য—শিক্ষার্থীদের নতুন কিছু শেখানো, নিজেদের চিন্তা ও মেধাকে প্রসারিতভাবে কাজে লাগানোর সুযোগ দেওয়া এবং দলগতভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলা।

উদ্দেশ্য কি?

বাংলা ইনোভেটর চায় এমন এক শিক্ষার্থী সমাজ তৈরি করতে যারা কেবল পরীক্ষায় ভালো ফলাফল করেই থেমে থাকবে না, বরং নিজেদের বুদ্ধি ভিত্তিক চিন্তা দিয়ে সমাজে এবং দেশের জন্য কিছু করতে আগ্রহী হবে। এই প্ল্যাটফর্ম তরুণদের শেখায়—জানতে, ভাবতে, কাজ করতে এবং নেতৃত্ব দিতে।

Bangla Innovator এর এই যাত্রায় অংশ নিচ্ছে দেশের নানা প্রান্তের শিক্ষার্থীরা। শহরের পাশাপাশি মফস্বলের শিক্ষার্থীরাও এতে যুক্ত হয়ে পাচ্ছে নতুন কিছু শেখার ও নিজের সুপ্ত প্রতিভাকে তুলে ধরার সুযোগ।

– অংকিতা রায় চৌধুরী