হেলথ ফিচার

এইডস চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন!

সম্প্রতি ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) এইডস রোগের চিকিৎসায় দুটি নতুন ইনজেকশন অনুমোদন দিয়েছে, যা এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নতুন আশার আলো হয়ে উঠতে পারে।

এই দুটি ইনজেকশনের নাম রিলপিভিরিন ও ক্যাবোটেগ্রাভির। এগুলো অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে কাজ করে। চিকিৎসকদের মতে, এই দুটি ওষুধ একসঙ্গে নির্দিষ্ট ডোজে মিশিয়ে ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হবে। প্রথম ডোজের এক মাস পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে এবং এরপর প্রতি দুই মাস অন্তর এই ইনজেকশন দেওয়া হবে। এতে করে রোগীদের প্রতিদিন ওষুধ খাওয়ার প্রয়োজন থাকবে না এবং সংক্রমণের ঝুঁকিও অনেক কমে যাবে।

এইচআইভি ভাইরাস মানবদেহে প্রবেশ করলে শরীরের রোগপ্রতিরোধকারী টি-কোষকে আক্রমণ করে। ফলে সাধারণ অসুখও ভয়াবহ রূপ নিতে পারে। বর্তমানে এইচআইভি পুরোপুরি সারানোর মতো কোনো ওষুধ নেই। তবে এই ইনজেকশন দুটি ভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে বলে বিজ্ঞানীদের আশা।যদি এটি সফল হয়, তবে এটি হবে এইডস চিকিৎসার ইতিহাসে এক নতুন মাইলফলক।

– অংকিতা রায় চৌধুরী