বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা এমন কিছু গান আছে যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে, দেশাত্মবোধের ভাব মনকে নাড়া দিয়ে যায়। আর এই গানগুলোর অন্যতম ‘কারার ওই লৌহ কপাট’। এই গানটি সিনেমার জন্য নতুনভাবে আয়োজন করেছেন এ আর রহমানসহ একাধিক বাঙালি গায়ক। তারা হলেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।
-দুরন্ত ডেস্ক





