বিনোদন

‘অর্থহীন’-এর সুমন আবার হাসপাতালে

আবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্যান্ডদল ‘অর্থহীন’-এর সাইদুস সালেহীন খালেদ সুমন। ‘বেজবাবা’খ্যাত এই কণ্ঠশিল্পী এখন ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।জানা গেছে, নিয়মিত চেকআপের জন্য সেখানে গেছেন তিনি। সুমন তাঁর ফেসবুক পেজে লেখেন, ‘আমি কয়েক সপ্তাহ ধরে নিয়মিত চেকআপের জন্য দেশের বাইরে আছি।চিকিৎসা শেষে দেশে ফিরব। খুব সম্ভবত এ মাসের শেষের দিকেই আমার দেশে ফেরা হবে। কিন্তু সেটা নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর।’

আগেও ব্যাংককের হাসপাতালটিতে দীর্ঘদিন ক্যান্সরের চিকিৎসা নিয়েছিলেন সুমন।২০২২ সালের দিকে কিছুটা সুস্থ হলে আবার গানে ফেরেন তিনি। গত ২০ অক্টোবর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’-এও গান পরিবেশন করেন ‘অর্থহীন’ ব্যান্ডের হয়ে।

-দুরন্ত ডেস্ক