জনপ্রিয় অভিনেতা ও কমেডিয়ান ক্রিস রক এবার নতুন চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। মার্কিন রাজনীতিবিদ মার্টিন লুথার কিং জুনিয়রের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের জন্য প্রস্তুত ক্রিস রক। আর নিজের এই ঐতিহাসিক নির্মাণে তিনি সঙ্গে পাচ্ছেন হলিউডের কালজয়ী নির্মাতা স্টিভেন স্পিলবার্গকে। ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, চলচ্চিত্রটি পরিচালনার সঙ্গে প্রযোজনাতেও থাকছেন ক্রিস।
অস্কার মঞ্চে চড় খেয়ে আলোচনায় উঠে আসা ক্রিস রক মার্টিন লুথারের জীবনী থেকে সিনেমাটি নির্মাণ করার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছেন বলে জানা গেছে। চারবারের এমি এবং তিনবার গ্র্যামি বিজয়ী ক্রিস এর আগে হেড অফ স্টেট (২০০৩), থিঙ্ক আই লাভ মাই ওয়াইফ (২০০৭) ও টপ ফাইভ (২০১৪) পরিচালনা করেছিলেন। একজন কৌতুক অভিনেতা হিসেবেই সর্বাধিক পরিচিত ক্রিস। সালের অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব পান তিনি। আর সেখানেই ঘটে যায় তার সঙ্গে আলোচিত এক ঘটনা। হলিউড তারকা উইল স্মিথের স্ত্রীকে নিয়ে ঠাট্রা করায় মঞ্চে এসে ক্রিসকে চর মেরে বসেন স্মিথ। বিশ্বজুড়ে সেই ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। এরপর অস্কার কতৃপক্ষ উইল স্মিথের উপরে নিষেধাজ্ঞা প্রদান করে। এ বছর অস্কার সঞ্চালনার প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দেয় ক্রিস। তার বদলে দায়িত্ব পালন করেন জিমি কিমেল।
-দুরন্ত ডেস্ক





