ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে হেরে এমনিতেই হতাশা ভর করেছে বাংলাদেশ দলের মধ্যে। এরই মাঝে খবর এসেছে, জরিমানাও গুনতে হচ্ছে সাকিব-মিরাজদের। বোলিংয়ে স্লো-ওভার রেটের কারণে ম্যাচ ফি’র ৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বাংলাদেশের বোলারদের ওপর ঝড় তুলে ৩৬৪ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। বল হাতে এই দিন স্বস্তিতে ছিলেন না সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানরা। নির্ধারিত সময়ের চেয়ে ১ ওভার কম করেছে বাংলাদেশ। যে কারণে তাদের এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।
আইসিসির খেলোয়াড়দের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, প্রতি ওভারের জন্য ৫ শতাংশ করে জরিমানার বিধান আছে। সে হিসাবে এক ওভারের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জরিমানা মেনে নেওয়ায় আলাদা করে আর শুনানির প্রয়োজন পড়েনি।
-দুরন্ত ডেস্ক