মালিহা তাবাসসুম অহনা সরকারি রূপনগর মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। অহনার বাবার নাম আব্দুল মালেক মিলন এবং মায়ের নাম তাহমিনা আক্তার অনু। তার মা একজন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।
অহনার শৈশব কেটেছে তার দাদার বাড়ী বগুড়ায়। কিন্তু তার বেড়ে উঠা ঢাকায়। ছোট থেকেই অহনার আঁকাআঁকির প্রতি আগ্রহ ছিল বেশ।কখনও কারো কাছ থেকে আঁকাআঁকি না শিখলেও করোনা কালীন সময়ে সে নিজে নিজেই অবসর সময়ে গুগল, ইউটিউবের সাহায্য নিয়ে বেশ দক্ষতা অর্জন করেছে।
বিভিন্ন ইউটিউবের রং তুলির ভিডিও দেখেই তার আঁকাআঁকির প্রতি আগ্রহ জন্মায়।২০২০ সালে লকডাউনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Ahona’s Art Studio’ নামে একটি পেইজ খুলে। সে থেকেই নিয়মিত বিভিন্ন ছবি এঁকে সেখানে পোস্ট করে থাকে।বেশকিছু দিনের মধ্যেই অহনার আঁকা ছবি জনপ্রিয়তা লাভ করেছে। অল্প সময়ের মধ্যেই তার পেইজটি সবার কাছে পরিচিতি লাভ করেছে।



অহনা বিভিন্ন অনলাইন কনটেস্টে অংশগ্রহণ করে বেশ কয়েকটি কনটেস্টে বিজয়ীও হয়েছে।যেমন- Ummah Talents Contest 1.0 Islamic & Creative Art Award কনটেস্ট থেকে ইসলামিক ক্যালিগ্রাফির জন্য এবং KPR International Art Exhibition -2021এ অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। এছাড়াও তার বেশ কিছু আঁকা ছবি বিনিময় করে কিছু পারশ্রমিকও পেয়েছে।
অহনার ইসলামিক ক্যালিগ্রাফির প্রতি বেশ আগ্রহ রয়েছে।তাই তার ইচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে গুণী কোনো শিক্ষকের কাছে ক্যালিগ্রাফির হাতেখড়ি নেয়া। অহনা ছবি আঁকতে বেশি পছন্দ করে, তাই সে অবসর সময়ে ছবি এঁকে সময় কাটায়।অহনার স্বপ্ন সে শিক্ষক হবে।
দুরন্ত প্রতিনিধি
– চৈতি দাস অদিতি





