খেলাধুলা

আইসিসি নাম জানাল বিশ্বকাপের দুটি মাসকটের

ভারত বিশ্বকাপের জন্য দুটি মাসকট গত আগস্টে উন্মোচন করেছিল আইসিসি। এর মধ্যে একটি পুরুষ ও একটি নারী মাসকট। মূলত লিঙ্গ সমতা তুলে ধরতেই নারী-পুরুষ মিলিয়ে দুটি মাসকট বাছাই করা হয়। তবে তখন নাম জানানো হয়নি।

নাম বাছাইয়ের দায়িত্ব আইসিসি তুলে দেয় সমর্থকদের ওপর। এ জন্য ভোটাভুটির আয়োজন করা হয়। আইসিসি ইভেন্ট বিভাগের প্রধান ক্রিস টেটলি জানিয়েছিলেন, সমর্থকেরা যে দুটি নাম সবচেয়ে বেশি প্রস্তাব করবেন, মাসকট দুটির নাম হবে সে দুটিই।

বিশ্বকাপের পাঁচ দিন আগে আজ দুটি মাসকটের নাম জানিয়েছে আইসিসি।

একটির নাম ব্লেজ ও আরেকটির নাম টঙ্ক। ‘ব্লেজ’ হচ্ছে নারী মাসকট। আর টঙ্ক হচ্ছে পুরুষ মাসকট। ছবিতে লাল পোশাক পরিহিত মাসকটটি হচ্ছে নারী, নীল রঙেরটি হচ্ছে পুরুষ।

মাসকট দুটি বিশ্বকাপের সব ভেন্যুতে ঘুরবে বলে জানিয়েছে আইসিসি। গ্যালারিতে সমর্থকদের সঙ্গে মাঠের উত্তেজনা ভাগাভাগি করবে তারা। ব্লেজ দ্রুতগতিতে বোলিং করে ব্যাটসম্যানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। আর টঙ্ক হচ্ছে একজন চ্যাম্পিয়ন ব্যাটসম্যান।

-দুরন্ত ডেস্ক