এশিয়ান গেমসে ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের ইমরানুর রহমান। তবে টাইমিং নিয়ে খুব খুশি হওয়ার কথা নয় তার। ১০.৪৪ সেকেন্ডে দৌড়েছেন। নিজের হিটে তৃতীয় হয়েছেন।
তবে এ বছরই এশিয়ান অ্যাথলেটিকসের হিটে ১০.২৫ সেকেন্ডে দৌড়েছিলেন তিনি। হাংজুতে যাওয়ার ইংল্যান্ডে একটি প্রস্তুতি টুর্নামেন্টে ক্যারিয়ার সেরা ১০.১১ তে দৌড়েছে।
দ্বিতীয় কাতারের ফেমি ওগোনোদে। ১০.২৪ এ দৌড়েছেন তিনি। পুরো হিটে ১০.০৭ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন চীনের ঝেনিয়ে শিয়ে। সবশেষ দক্ষিণ এশীয় গেমসের দ্রুততম মানব মালদ্বীপের সাঈদ হাসান ইমরানের হিটেই দৌড়েছেন।
-দুরন্ত ডেস্ক





