সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে আগে ফিল্ডিং করেছে বাংলাদেশ। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টাইগাররা আগে ব্যাট করবে। টসে জিতে কিউইদের ফিল্ডিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ বাংলাদেশের হয়ে ওয়ানডেতে অভিষেক হচ্ছে জাকির হাসানের।
বাংলাদেশের জার্সিতে টেস্ট ও টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া বাংলাদেশের একাদশে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম ও পেসার শরীফুল ইসলাম। তামিম ইকবাল, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান আজ খেলছেন না। উল্লেখ্য যে, প্রথম ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
-দুরন্ত ডেস্ক





