খেলাধুলা

বৃষ্টির হানা বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হয়েছে আজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। তবে বৃষ্টির কারণে ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।

৪ দশমিক ৩ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি।

তখন নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৯ রান। ফিন অ্যালেন ১৮ বলে ৫ ও উইল ইয়ং ৯ বলে ৩ রানে অপরাজিত আছেন। তানজিম হাসান সাকিব ২ ওভারে দিয়েছেন ৬ রান। আর ২ দশমিক ৩ ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছেন মাত্র ২ রান।
 

এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে রয়েছেন। দীর্ঘদিন পর বাংলাদেশের একাদশে ফিরেছেন মাহমুদ উল্লাহ রিয়াদ। সাবেক অধিনায়ক তামিম ইকবালও খেলছেন আজ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে শেষবার মাঠে নেমেছিলেন তিনি।

বাংলাদেশের একাদশে জায়গা হয়েছে নুরুল হাসান সোহান ও সৌম্য সরকারেরও।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন কুমার দাস, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : ফিন অ্যালেন, উইল ইয়াং, হেনরি নিকোলস, চ্যাড বোয়েস, টম ব্লুন্ডেল, রাচিন রবীন্দ্র,  লকি ফার্গুসন,  ট্রেন্ট বোল্ট, ইশ সোধি, কাইল জেমিসন ও কোল ম্যাককনচি।

-দূরন্ত ডেস্ক