গত মৌসুম শেষে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। ইনজুরির কারণে দলটির জার্সিতে এতোদিন মাঠে নামতে পারেননি তিনি। অবশেষে শুক্রবার রাতে আল-হিলালের হয়ে মাঠে নেমেছেন নেইমার। তার অভিষেকের দিনে গোল উৎসব করেছে দলটি।
ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল-রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছে আল-হিলাল। দল বড় জয় পেলেও গোল পাননি নেইমার। তবে সতীর্থকে দিয়ে একটি গোল করিয়েছেন তিনি। ম্যাচের ৬৪তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন নেইমার।
ম্যাচের ৮৩তম মিনিটে স্বদেশী ম্যালকমকে দিয়ে গোল করান নেইমার।
-দুরন্ত ডেস্ক





