১০ বছর পর ‘এমটিভি ভিএমএ’ অ্যাওয়ার্ড জিতলেন সেলেনা
যৌথভাবে পুরস্কার জিতেছেন রেমা ও সেলেনা গোমেজ
দীর্ঘ ১০ বছর পর ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড’ জিতলেন সময়ের অন্যতম সেরা পপতারকা সেলেনা গোমেজ। র্যাপার রেমার সঙ্গে যৌথভাবে গাওয়া বিখ্যাত গান ‘কাম ডাউন’-এর জন্য পুরস্কার জিতেছেন এই জুটি।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউয়ার্ক, এনজেতে প্রুডেন্সিয়াল সেন্টারে অনুষ্ঠিত ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ২০২৩’-এ রেমা ও সেলেনা গোমেজের জন্য দারুণ সাফল্যময় রাত ছিল। এ বছর এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ৩১ বছর বয়সী গোমেজ এবং ২৩ বছর বয়সী র্যাপার রেমা তাদের যৌথ গান ‘কাম ডাউন’-এর জন্য বছরের সেরা গান, সেরা সহযোগিতা এবং সেরা অ্যাফ্রোবিটস সহ কয়েকটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
parallax ad
সেলেনা এবং রেমা সেরা অ্যাফ্রোবিটসের জন্য পুরস্কার ঘরে তুলেছেন।
এটি রেমার প্রথম ভিএমএ পুরস্কার জয় এবং গোমেজের দ্বিতীয়। তবে ১০ বছরে প্রথম এই পুরস্কার জিতল গোমেজ। গোমেজের শেষ জয়টি ছিল ২০১৩ সালের তার প্রথম একক ‘কাম অ্যান্ড গেট ইট’-এর জন্য।
অনুষ্ঠানে ডিজনি চ্যানেলের আরেকজন প্রাক্তন তারকা সোফিয়া কারসনের পাশে বসেছিলেন সেলেনা গোমেজ। শো চলাকালীন গোমেজকে একপর্যায়ে রেমার কাঁধে মাথা রেখে বসে থাকতে দেখা যায়। এমনকি পুরস্কার জয়ের পর সবচেয়ে কাছের বান্ধবী টেলর সুইফটের সাথেও দেখা যায় তাকে। সেলেনার জয়ে বেশ উচ্ছ্বাস করতে দেখা গেছে টেলর সুইফটকে।
‘বেবি কাম ডাউন’- গানটি শোনেননি, এমন মানুষ পাওয়া দুস্কর। সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করা এই গানটি গেয়েছেন পপকুইন সেলেনা গোমেজ এবং নাইজেরিয়ান পপতারকা রেমা। সঙ্গীত জগত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, এই গানের সুরেই মাত সকলে। ‘বেবি কাম ডাউন’ গানটির মাধ্যমে প্রথমবারের মতো নাইজেরিয়ান র্যাপারের সঙ্গে জুটি বেঁধেছেন সেলেনা গোমেজ। ২৩ বছর বয়সী গায়ক ২০২২ সালে তার অ্যালবাম ‘রেভ এন্ড রোজেস’-এর মাধ্যমে গানটি প্রকাশ করেছিলেন।
গানটি কেবল ভক্তদের মধ্যেই নয়, সমালোচকদের মনও জয় করে একটি বিশাল হিট হয়ে উঠেছে। মুক্তির পরপরই দ্রুততম সময়ে এটি বিলবোর্ডের হট ১০০ গানের তালিকায় স্থান করে নিয়েছে। মেলোডিয়াস সুরের গানটি প্রথমবারের মতো বিলবোর্ডের চার্টে রেমার জায়গা করে দিয়েছে।
‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পেলেন শাকিরা
‘ভিডিও ভ্যানগার্ড অ্যাওয়ার্ড’ পেলেন শাকিরা
টেলর সুইফটের রেকর্ড, জিতলেন ৯টি পুরস্কার
টেলর সুইফটের রেকর্ড, জিতলেন ৯টি পুরস্কার
প্রেমাদাসাতেও হৃদয় ভাঙার গল্পই
প্রেমাদাসাতেও হৃদয় ভাঙার গল্পই
মেসির খেলা দেখে বিস্মিত, মুগ্ধ হলিউড তারকারা
মেসির খেলা দেখে বিস্মিত, মুগ্ধ হলিউড তারকারা
বিনোদন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৫:৫৬
বৃন্দাবন দাস নজরুল বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক
বিনোদন প্রতিবেদক
বৃন্দাবন দাস নজরুল বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক
বৃন্দাবন দাস
বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার, অভিনেতা ও লেখক ও পরিচালক বৃন্দাবন দাস জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিখক হিসেবে যোগদান করেছেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী অভিনেত্রী শাহনাজ খুশি।
শাহনাজ খুশি বললেন, বৃন্দাবন এখন বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। সেখানে তিনি নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে পড়াবেন
খুশি বলেন, ভদ্রলোক আজ কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসাবে যোগদান করল। অনেক কাল পাশে আছি, কিছু চাওয়া নাই তার। মানুষকে সম্মান দেয় নির্বিকার ভাবে,সেটারও বিনিময় চাই না! যখন তার নাটকে হাজার হাজার সিডি বিক্রি হয়, তখন এক শুভাকাঙ্ক্ষী বলেছিল, বৃন্দাবনের বৃহস্পতি এখন তুঙ্গে, নিজে প্রডাকশন করতে বলো। মাথার ওপর বিরাট লোনের বোঝা নিয়ে আমিও বলেছিলাম সে কথা! বলেছিল,আমি কি তাহলে আর নাট্যকার থাকলাম খুশি, সাথে ব্যবসায়ীটা যুক্ত হবে
বললাম, করছে তো সবাই? বলে, সবাই যা যা পারে আমি তো পারি না! যেখানে একটু অর্থনৈতিক সুযোগ আছে, শতবার বলেও তাকে একটু উদ্দ্যোগী করা যাবে না! কত মানুষ অর্থ লগ্নি করতে চেয়েছে নাটক,সিনেমার জন্য! প্রত্যেককে নেগেটিভটাই আগে বলেছে। এখানে লাভসহ অর্থ ফেরত পাবার অনিশ্চয়তার কথা জানিয়েছে!
জীবনের চলার দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে।বাচ্চা প্লে- গ্রুপ থেকে ইউনিভার্সিটি ৪র্থ ইয়ার। একই আছে তার উদ্যোগহীনতা এবং বিলাসিতার প্রতি অনাগ্রহ।
খুশি আবেগ প্রকাশ করে বলেন, তোমার এই চাতুরীহীন, নির্মোহ উদ্দ্যোগহীনতা, ছেলেদের নিজেকে পরিমাপ করতে শিখিয়েছে। আমরা রোজ সুন্দরের স্বপ্ন দেখবো। পুরণ হবে না, আবার পরেরদিন কিছুটা বিয়োগ করে ভাববো! সেটাও না হলে স্বপ্ন বদলে নেবো, তুমি ভেবো না! তুমি আছো-এর চেয়ে বড় সুন্দর আমাদের কাছে আর কিছু নাই।
-দুরন্ত ডেস্ক





