জানার আছে অনেক কিছু

বিষ বৃক্ষ

আমরা জানি গাছ আমাদের পরম বন্ধু গাছ চিরকাল আমাদের উপকার করার জন্যই তার জীবন উৎসর্গ করে থাকে। কিন্তু আমরা কি ভেবেছি যে সেই বন্ধুই কখনো শত্রু হতে পারে কিনা??

হ্যাঁ। রক্তকরবী যার বৈজ্ঞানিক নাম (Nerium Oleander) অসাধারণ সৌন্দর্যের অধিকারী এর ফুল শুধু সৌন্দর্যেই নয় মৃদু মিষ্টি গন্ধও রয়েছে,শহুরে রাস্তার দুপাশে, বাড়ির আঙ্গিনায় এমনকি হাসপাতালের বারান্দায়ও শোভা পায় এই গাছ, এটি এতোই মনোমুগ্ধকর যে এর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে অনেক কবি সাহিত্যক একে জায়গা করে দিয়েছে সাহিত্যের আঙ্গিনায়। বাংলা ১৯৩০সনে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছেন রক্তকরবী নাটক। সেখানে নন্দিনী সবার স্বপ্নের নায়িকা হলেও বস্তবে এর চরিত্র ভিন্ন অসাধারণ এই গাছের মুল, কান্ড, পাতা এবং ফুল সম্পূর্ণ বিষে ভরা। এর থেকে নির্গত লেটেক্স সেবন করলে মৃত্যু নিশ্চিত এই উদ্ভিদে উপস্থিত কিছু উপাদান যেমন (ওলিয়ান্ড্রিন-oleandrin) ও (ওলিয়ান্ড্রিজেনিন-oleandrigenin) নামক (কার্ডিয়াক গ্লাইকোসাইড-Cardiac Glycosides) যা সঠিক ও সল্প মাত্রায় ওষুধ হিসাবে কাজ করে, অতিরিক্ত পরিমানে প্রাণীদেহে প্রবেশ করলে বিষক্রিয়া ঘটায়। মেমব্রেনে সোডিয়াম পটাশিয়াম পাম্পের সাহায্যে পটাশিয়াম আয়নকে ভিতরে প্রবেশ ও সোডিয়াম আয়নকে বাহিরে বের করতে সাহায্য করে। কার্ডিয়াক গ্লাইকোসাইড এই পাম্পকে বন্ধ করে দেয় ফলে সোডিয়াম বেরিয়ে যেতে পারেনা ও ইন্ট্রাসেলুলার(কোষাভ্যন্তরে) সোডিয়ামের ঘনত্ব বৃদ্ধি পেয়ে প্রাণীদেহে মারাত্মক বিষক্রিয়া তৈরি করে এবং মৃত্যু ঘটায়। TESS অনুসারে ২০০২সলে আমেরিকায় ৮৪৬টি বিষক্রিয়া ঘটে যার ৮০ ভাগ ছিল রক্ত করবীর বিষক্রিয়া। এই ফুলে প্রাপ্ত (Oleandrin) নামক কেমিক্যালের উপস্থিতির কারণেই এই প্রজাতির নামকরণ করা হয় (Oleander)

বিজ্ঞানীদের ধারনা এদের ফুলে (toxic Oleander nectar) যদি নেকটার থাকতো তাহলে অনেক মৌমাছিরা এদের নেকটার খেয়ে মারা যেতো অথবা এই বিষক্রিয়া মধুতে কন্ট্রামিনেট(honey contamination) করতো যা মানবদেহের জন্য হুমকিস্বরূপ হতো। এই গাছ থেকে প্রাপ্ত লেটেক্স প্রাণীদেরে জন্য যতই হুমকিস্বরূপ হোক না কেন এরা অক্সিজেন সরবরাহে কৃপাণতা করে না কখনোই। উনিশ শতকে টেক্সাসের গ্লাভেস্টন দ্বীপে প্রলয়ঙ্করী হ্যারিকেনের পর সেখানে অসংখ্য রক্তকরবী রোপণ করা হয়েছিলো এবং এখন সেই এলাকায় প্রায় সারা বছর প্রকৃতি গোলাপি বর্ণ ধারন করে থাকে। শুধু তাই নয় সেখানকার অধিবাসীদের আত্মহত্যার জন্য প্রিয় উদ্ভিদ এই রক্তকরবী। এবং এই উদ্ভিদের নামানুসারেই বর্তমান গ্লাভেস্টন দ্বীপের নামকরণ করা হয়েছে ওলেন্ডার সিটি (Oleander City), প্রতি বসন্তে সেখানে বার্ষিক ওলেন্ডার উৎসব হয়।

কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন Syntomeida epilais কে রক্তকরবীর বিষক্রিয়া স্পর্শ করতে পারেনা, এই সব প্রাণীরা এই উদ্ভিদের পাতা ও কাণ্ডের কচি বাকল খেয়ে জীবন ধারণ করে। করবীর তিনটি প্রজাতির রয়েছে, শ্বেতকরবী, রক্তকরবী ও গোলাপি বর্ণের করবী এদের মধ্যে রক্তকরবী সবচেয়ে বেশি বিষক্রিয়া ঘটায়।

– শারমীন লিমা