দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ—এটা শুনলে অনেকের চোখের সামনেই হয়তো ভেসে উঠবে তুমুল রক্ষণাত্মক একটা দলের ছবি। যে দল বেশির ভাগ ম্যাচেই রক্ষণে বসে থাকে, সুযোগ পেলে প্রতি–আক্রমণ থেকে দু-একটি গোল করে আবার রক্ষণে এসে ‘বাস থামিয়ে’ রাখে!
এই আতলেতিকো মাদ্রিদই গতকাল দেখা দিয়েছিল অন্য রূপে। প্রতিপক্ষকে ভাসিয়ে দিয়েছে গোলবন্যায়। রায়ো ভায়েকানোর বিপক্ষে লা লিগার ম্যাচটি ৭-০ গোলে জিতেছে তারা। ম্যাচটি তারা খেলেছে ভায়েকানোর মাঠে। প্রতিপক্ষের মাঠে লা লিগায় এটাই আতলেতিকোর ইতিহাসে সবচেয়ে বড় জয়।
আঁতোয়ান গ্রিজমান, মেম্ফিস ডিপাই ও নাহুয়েল মলিনার গোলে সিমিওনের দল ৩৬ মিনিটের মধ্যেই ৩-০–তে গোলে এগিয়ে যায়। এরপর দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মধ্যে ৪টি গোল করে তারা। ৭৩ থেকে ৮৬—এই ১৩ মিনিটে গোল চারটি করেন আলভারো মোরাতা (২টি), আনহেল কোরেয়া ও মার্কোস ইয়োরেন্তে।
-দুরন্ত ডেস্ক





