১০ জুলাই ১৮৫৬
নিকোলা টেসলার জন্মদিন
উদ্ভাবক, যান্ত্রিক ও তড়িৎ প্রকৌশলী নিকোলা টেসলা তৎকালীন অস্ট্রিয়ান সাম্রাজ্যের স্মিলিয়ানে (বর্তমান ক্রোয়েশিয়ার অন্তর্গত) জন্মগ্রহণ করেন। নিকোলা টেসলা বেশি খ্যাতি পেয়েছেন বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থায় এসি (অলটারনেটিং কারেন্ট) উদ্ভাবন করে। টেসলার পেটেন্ট ও তাত্ত্বিক কাজ তারহীন যোগাযোগ ও রেডিও উদ্ভাবনের ভিত তৈরি করে দিয়েছিল। টেসলা প্রথম বেতার নিয়ন্ত্রিত (আরসি) যন্ত্র উদ্ভাবন করেন। সেটি ছিল একটি আরসি নৌকা। টেসলাই প্রথম ব্যক্তি, যিনি এক্স-রে ছবি তুলেছিলেন।
জীবনের শেষপ্রান্তে এসে নিকোলা টেসলা নিজেকে গুটিয়ে নেন সব কিছু থেকে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হোটেলকক্ষে একাকী বাস করতেন। হঠাৎ হঠাৎ বাইরে বের হয়ে সংবাদমাধ্যমের কর্মীদের অস্বাভাবিক বিবৃতি দিতেন। ১৯৪৩ সালের ৭ জানুয়ারি মারা যান নিকোলা টেসলা।

১০ জুলাই ১৯৬২
কৃত্রিম উপগ্রহ টেলস্টার চালু
টেলস্টার যোগাযোগ স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) চালু হওয়ার সঙ্গে সঙ্গে ট্রান্স-আটলান্টিক টেলিভিশন ও অন্যান্য যোগাযোগ বাস্তব রূপ পেল। অর্থাৎ আটলান্টিক মহাসাগরের এপার-ওপারের মধ্য টেলিযোগাযোগ স্থাপন হলো। টেলস্টার তৈরি করেছিল যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজ। মহাকাশে প্রদক্ষিণ করা এটিই প্রথম আন্তর্জাতিক যোগাযোগ স্যাটেলাইট, যা আটলান্টিকের দুই পারের ট্র্যাকিং স্টেশনে তথ্য পাঠাতে পারত। প্রথম দিকে এই স্যাটেলাইটের মাধ্যমে ফোন করার ব্যাপারে ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু কিছুদিন পর ব্যবহারকারীদের উৎসাহে ভাটা পড়ে। কারণ, ২৫ হাজার মাইল দূরত্ব অতিক্রম করে ফোন কলে কথা পৌঁছাতে আধা সেকেন্ড বিলম্ব হতো।
১০ জুলাই ২০০৮
আইওএস অ্যাপ স্টোর চালু
নিজেদের আইওএস ও আইপ্যাডওএস অপারেটিং সিস্টেমে চলার উপযোগী অ্যাপ্লিকেশন (অ্যাপ) নিয়ে অ্যাপলের অ্যাপ স্টোর চালু হয়। এই ভার্চ্যুয়াল স্টোর থেকে আইফোন ও আইপ্যাডে বিভিন্ন কাজ করার অ্যাপ পান ব্যবহারকারীরা। আবার অ্যাপ নির্মাতারাও বিভিন্ন অ্যাপ এখানে রাখতে পারেন। অ্যাপ স্টোরে আইফোন, আইপড, আইপ্যাড, অ্যাপল ওয়াচ ও অ্যাপল টিভির জন্য অ্যাপ পাওয়া যায়।
২০০৮ সালের ১০ জুলাই ৫০০ অ্যাপ নিয়ে অ্যাপ স্টোরের যাত্রা শুরু হয়। ২০১৭ সালে এসে অ্যাপের সংখ্যা দাঁড়ায় ২২ লাখ। এরপর অ্যাপল পুরোনো বা ৩২ বিট প্রযুক্তিতে তৈরি অ্যাপ সরিয়ে ফেললে অ্যাপস্টোরে অ্যাপের সংখ্যা কিছুটা কমতে থাকে। ২০২১ সালে অ্যাপ স্টোরে অ্যাপ ছিল ১৮ লাখের বেশি।
-দুরন্ত ডেস্ক



