সাহিত্য সংস্কৃতি

লিওনেল মেসি (কবিতা)

বিশ্বসেরার তালিকাতে
আছে যে তার নাম,
পায়ের জাদুতে সবাই মাতে
‘লিওনেল মেসি’ তার নাম।

কোটি ভক্তের হৃদয়ে সে
নিয়েছে জায়গা করে,
তার খেলার প্রেমে পড়ে
পক্ষ- বিপক্ষ দলের সকলে ।

বাইশে’রি বিশ্বকাপে
যে চমক সে দেখিয়েছে ,
ব্যর্থতা দিয়ে শুরু করে
ছিনিয়েছে জয় সফলভাবে।

কত মানুষের মনে-প্রাণে
জুড়ে আছে তার নাম,
মেসির খেলা অপছন্দ করে
পাবেনা এমন কারো নাম৷

– প্রিতময় সেন

Leave a Reply