সাম্প্রতিক খবর

ক্ষুদে সাংবাদিক জাইম

ছোট্ট বন্ধু জাইম হোসেইন। বয়স মাত্র নয় বছর। এই ক্ষুদে সাংবাদিকের কর্মে অভিভূত বিলাতের মূলধারার মিডিয়া ব্যক্তিত্বরা।সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা জাইম ইতোমধ্যে বিশ্ববরেণ্য সেলিব্রেটিদের সাক্ষাৎকার নিয়ে মিডিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে।

তাই তার কাজের স্বীকৃতিস্বরূপ সে পেয়েছে সিভিক অ্যাওয়ার্ড। ব্র্যান্ট কাউন্সিলের মেয়র পারভেজ আহম্মদ এই ক্ষুদে সাংবাদিককে তার সম্মাননা তুলে দেন।এছাড়াও লন্ডনস্থ জিবিনিউজ২৪.কম-এর চতুর্থ বর্ষপূর্তিতে তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়। ব্রিটিশ এমপি সীমা মালহোত্রা জাইমের হাতে এই বিশেষ সম্মাননা পদক তুলে দেন।

ক্ষুদে সাংবাদিক জাইম হোসেইনের বাবা রাকিব রুহেল। যিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ দেখার স্বপ্নে বিভোর, আর পিতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নয় বছরের শিশু জাইম হোসেইন আজ নিজেই হাতে তুলে নিয়েছেন মাইক্রো ফোন। চষে বেড়াচ্ছেন বিলেতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর এই ক্ষুদে সাংবাদিককে নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন বাবা রাকিব রুহেল আর মা লাবনী হোসেইন।

জাইমকে নিয়ে তার তার বাবা রাকিব রুহেল এবং মা লাবনী হোসেইন চান- লেখাপড়া শেষে ব্রিটিশ মূলধারার সাংবাদিকতায় তাদের সন্তান বিশেষ অবদান রেখে বহির্বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করুক।

Leave a Reply