২১ই ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । আমরা বাঙালি জাতিই একমাত্র জাতি যারা ভাষার জন্য দিয়েছি তাজা রক্ত থেকে শুরু করে তাজা প্রাণ।
বলা যায় ১৯৫২ এর ভাষা আন্দোলন আমাদের স্বাধীন হওয়ার জন্য অনেকটা অনুপ্রেরণামূলক।
তবে আজ দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাতেই আজ বাংলা অবহেলিত , আমরা কী সঠিকভাবে সম্মান করি বাংলা ভাষাকে? নাকি আমরা ফেব্রুয়ারীর একুশেই বাংলার প্রতি দরদ দেখাই? বাংলা কত সাল কী মাস আর কত তারিখ আজ তা যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তাহলে আমাদের কাছে হয়তোবা অদ্ভুত লাগতে পারে কিন্তু আসল অর্থে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা অনেকেই ভ্যাবাচ্যাকা খাবো!
যদি প্রশ্ন করা হয় Automatic , Plane , Chair-এর বাংলা অর্থ কী অনেকেই হয়তো হাত নাড়িয়ে ইয়ে ইয়া আরও কত কী বলব তবে উওর অনেকের এই ভুল হবে।
আমরা সঠিকভাবে বাংলা কয়জন এই বা বলি?
আমাদের সমাজে অনেকেই এমন আছেন যারা বাংলার সাথে ইংরেজি শব্দ ব্যবহার করে নিজেকে খুব বড় কিছু মনে করেন , অনেকেই আবার ইংরেজি ভাষায় কথা বলতে না পেড়ে নিজেকে ছোট মনে করেন – আবার অনেকেই আছেন বাংলার অপব্যবহার করেন যেমন অশ্লীল ভাষায়। আমরা যতটা প্রাধান্য দেই ইংরেজিকে ততটা বাংলাকে দেই তা নিয়ে প্রশ্ন করাই যায়!
আমারা একেক জন একেক রকম তবে আমাদের মধ্যে মিল হলো বাংলা আমাদের দেশ , বাংলা আমাদের ভাষা , বাংলা আমাদের মা ।
আসুন বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাশীল হই , বাংলাদেশের প্রতি শ্রদ্ধাশীল হই এবং বাংলা ভাষার অপব্যবহার বন্ধ করি।
– মোঃ অনিক হাসান জালাল
-দুরন্ত ডেস্ক





