তারুণ্যের কন্ঠস্বর

শিক্ষার মূল অর্থ কী “অর্থ উপার্জন” ?

আমরা সাধারণত ছোট বেলা থেকেই শুনে আছি বড় হয়েছি তোমার ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আরও কতকি! শিক্ষার অনেক স্তর রয়েছে এই স্তর গুলো শেষ করে করতে হবে চাকরি , করতে হবে অর্থ উপার্জন ।
আমরা কী সুশিক্ষার জন্য শিক্ষা গ্রহণ করি – না আমরা সুশিক্ষিত হতে চাইনা আমরা চাই একটা পর্যায়ে গিয়ে অর্থ উপার্জন করতে! হ্যা অর্থ উপার্জন করতে হবে তানাহলে সংসার চলবে কী দিয়ে? তাই বলে কী শিক্ষার প্রয়োজন অর্থ উপার্জন করার জন্য..!
সুশিক্ষার জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
– মোঃ অনিক হাসান জালাল

-দুরন্ত ডেস্ক

Leave a Reply