তারুণ্যের কন্ঠস্বর

চলো নোট করি : সাংবাদিকতা

” চলো নোট করি ” তে আমরা আমাদের জীবনযাপন, কর্মক্ষেত্র, শিক্ষা ইত্যাদি নিয়ে কিছু বিষয় আলোচনা করব। ” চলো নোট করি ” এর আজকের বিষয় সাংবাদিকতা।
১. সাংবাদিকতা কাকে বলে?
উত্তর: সাংবাদিকতা হলো মূলত একটি পেশা। যে পেশায় বিভিন্ন বাস্তব এবং সত্য ঘটনাবলী, ধারণা, মানুষ, মতবাদ, প্রকৃতি, পরিবেশ, সমাজ এবং রাষ্ট্র সম্পর্কিত প্রতিবেদন তৈরি ও পরিবেশন করতে হয়। যা উক্ত একটি দিনের প্রধান সংবাদ এবং যা সমাজে প্রভাব বিস্তার করে।
অন্যকথায় বলতে পারি যে,
তথ্য সংগ্রহের কৌশল অবলম্বন করে এবং সাহিত্যিক উপায়ে সেই তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করার পেশাকে সাংবাদিকতা বলে।
২. সাংবাদিকতার ধরন কি কি ভিন্ন পাঠকের জন্য সাংবাদিকতার ভিন্ন ধরনের রয়েছে এটি একটি একক প্রকাশনায় বিভিন্ন ধরনের সাংবাদিকতার উপাদান হিসেবে থাকে নিম্নে কিছু সাংবাদিকতার ধরণ উল্লেখ করা হলো:
-> ওকালতি সাংবাদিকতা: কোন নির্দিষ্ট মতামতের প্রভাব সমর্থন করে লেখা কোন প্রতিবেদন।
-> সম্প্রচার সাংবাদিকতা: বেতার বা টেলিভিশনের জন্য লিখিত সাংবাদিকতাকে বোঝায়।
-> নাগরিক সাংবাদিকতা: নাগরিকদের অংশগ্রহণ মূলক সাংবাদিকতা।
->ড্রোন সাংবাদিকতা: ড্রোন ব্যবহার করে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করা।
-> অনুসন্ধানী সাংবাদিকতা: সামাজিক সমস্যাসমূহ উদঘাটন করে এমন প্রতিবেদন তৈরি করা।
-> আলোক চিত্র সাংবাদিকতা: আলোক চিত্রের সাহায্যে সত্য ঘটনাসমূহ উপস্থাপনের রীতি।
-> টেবিলের সাংবাদিকতা: বিনোদনমূলক সংবাদ প্রণয়ন। যা মূল ধারার সাংবাদিকতা থেকে কম বৈধ।
-> হলুদ সাংবাদিকতা: অতিরঞ্জিত অভিযোগ বা গুজব বিষয়ক প্রতিবেদন।
->ক্রীড়া সাংবাদিকতা: ক্রীড়া সাংবাদিকরা অপেশাদার এবং পেশাদার ক্রীড়াখবর এবং ঘটনার রিপোর্টের ওপর দৃষ্টি নিবন্ধ করে।
৩. সংবাদ কাকে বলে?
উত্তর: সংবাদ হচ্ছে মুদ্রণজগত, সম্প্রচার কেন্দ্র, ইন্টারনেট অথবা তৃতীয় পক্ষের মুখপাত্র কিংবা গণমাধ্যমে উপস্থাপিত বর্তমান ঘটনা প্রবাহের একগুচ্ছ নির্বাচিত তথ্যের সমষ্টি।
একটি সূত্র দাবি করেছে যে, চতুর্দশ শতাব্দীতে নিউ শব্দের বহুবচন হিসেবে নিউজ বা সংবাদ শব্দটি বিশেষভাবে ব্যবহার করা হতো। সর্বপ্রথম লিখিতভাবে সংবাদ ব্যবহার মিশরে সুসংগঠিত ভাবে প্রবর্তন করা হয়েছিল।
লোকোমুখে নিউজ শব্দটিকে বিশ্লেষণ করা হয় কিছুটা এভাবে-
এন – নর্থ
ই -ইস্ট
ডব্লিউ – ওয়েস্ট
এস -সাউথ
৪. সংবাদ কয়টি W-H এর উপর ভিত্তি করে তৈরি করা হয় এবং কি কি?
উত্তর: সংবাদ ছয়টি W-H এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
W- Who
W- What
W- When
W- Where
W- Why
H- How
৫. সংবাদপত্র কি?
উত্তর: সংবাদপত্র হলো একটি লিখিত প্রকাশনা যার মধ্যে বর্তমান ঘটনা,তথ্যপূর্ণ নিবন্ধ, সম্পাদকীয় বিভিন্ন ফিচার এবং বিজ্ঞাপন থাকে।
৬. সাংবাদিক কাকে বলে?
উত্তর: বিভিন্ন স্থান ক্ষেত্র বিষয়ে ইত্যাদিকে ঘিরে বিভিন্ন প্রান্ত থেকে সংবাদ সংগ্রহ করে, বিভিন্ন ধরণের তথ্য সংগ্রহ পূর্বক সংবাদ কিংবা প্রতিবেদন রচনা করে, সংবাদ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রেরণ করেন যিনি তাকে সাংবাদিক বলেন।
৭. নাগরিক সাংবাদিক কাকে বলে?
উত্তর: নাগরিক সাংবাদিক হল যিনি সাধারণ নাগরিকের ওপর ভিত্তি করে সংবাদ এবং তথ্য সংগ্রহ করে, প্রতিবেদন তৈরি,বিশ্লেষণ এবং প্রচার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেন।
৮. চারণ সাংবাদিক কাকে বলে?
উত্তর: মফস্বলে অনেক সাংবাদিক আছেন যারা, সত্যি তুলে ধরার জন্য ঘটনাস্থলে যান এবং তথ্য সংগ্রহের জন্য ঘুরে বেড়ান তাদের চারণ সাংবাদিক বলে।
৯. সাংবাদিকের কাজ কি?
উত্তর:

  • সংবাদ সংগ্রহ করা
  • সংবাদের সত্যতা যাচাই করা
  • সংবাদ সম্পাদনা করা
  • প্রয়োজনী মানুষের সাক্ষাৎকার নেয়া
  • বিশেষ প্রতিবেদন তৈরি করা
  • কলাম লেখা ও বাছাই করা
  • তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করা
  • প্রয়োজনীয় ছবি সংগ্রহ করা
    ১০. একজন সাংবাদিকের কি কি ধরনের দক্ষতা ও জ্ঞান থাকা লাগে?
    উত্তর: একজন সাংবাদিকের-
    ভাষাগত দক্ষতা
    অনুসন্ধানী মনোভাব
    যোগাযোগের দক্ষতা
    উপস্থাপনের জ্ঞান
    লেখালেখির দক্ষতা
    বিশ্লেষণী ক্ষমতা থাকা লাগে ।
    সাংবাদিকতা নিয়ে কিছু প্রাথমিক প্রশ্ন এখানে দেয়া হলো। আশা করি সকলের সাহায্য হবে।
    – লামিসা সানজানা

-দুরন্ত ডেস্ক

Leave a Reply