গত ০২ জানুয়ারি ২০২৬ তারিখে বাংলা ইনোভেটরের উদ্যোগে “New Year Celebration & Sharing Day 2026” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের আনন্দ উদযাপন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন গেমিং সেশন, ওয়ান-ডিশ ফুড শেয়ারিং কার্যক্রম এবং SoftSkill-এর সহযোগিতায় একটি বিশেষ Brain Training Session। উক্ত সেশনে অংশগ্রহণকারীরা কগনিটিভ ডেভেলপমেন্ট, ফোকাস বৃদ্ধি ও আত্মোন্নয়ন বিষয়ক কার্যকর প্রশিক্ষণ গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SoftSkill-এর প্রতিষ্ঠাতা ও সেশন ট্রেইনার জনাব মোঃ রেদোয়ানুর রহমান, বাংলা ইনোভেটরের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং সংগঠনের অন্যান্য অফিসিয়াল ইনোভেটগণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে Special Brain Training Session-এ অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সার্টিফিকেট প্রদান শেষে অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
– অংকিতা রায় চৌধুরী





