সময়টা ১৯৫৪ সালের ২৬ মে। মিসরের গিজা এলাকায় একটি প্রাচীন জাহাজের সন্ধান পাওয়া যায়। বিশ্বখ্যাত খুফুর পিরামিড বা গ্রেট পিরামিডের পাশে প্রত্নতাত্ত্বিকেরা কাঠের তৈরি এই জাহাজ খুঁজে পান। প্রাচীন মিসরীয়রা বিশ্বাস করতেন, কাঠের এই জাহাজে চেপে ফারাও সম্রাট খুফুর আত্মা স্বর্গে যাবে। তাই খুফুর আত্মার পরিবহনে এই জাহাজ বানানো হয়েছিল। খুফুর পিরামিডের উচ্চতা ১৪০ মিটার (৪৬০ ফুট)।
-দুরন্ত ডেস্ক





