সাম্প্রতিক খবর

সরকারের কঠোর নীতি: বিবাহিত, কম উপস্থিত ও কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ।

সরকার সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় কঠোর নীতিমালা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বিবাহিত, কম উপস্থিতি এবং পরীক্ষায় কম নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা আর উপবৃত্তি পাবে না। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এই নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে চিঠি পাঠিয়েছে, এবং আগামী ৩১ আগস্টের মধ্যে অযোগ্য শিক্ষার্থীদের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। এই নির্দেশনা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের স্কিম পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আসাদুল হকের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমানের মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য আর্থিক সহায়তা দিয়ে আসছে। তবে, অনেক শিক্ষার্থী শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন করে, যেমন অষ্টম শ্রেণি শেষে নবম শ্রেণিতে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া বা টিসি নিয়ে অন্য স্কুল-কলেজে চলে যাওয়া। এসব ক্ষেত্রে শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য ‘এইচএসপি-এমআইএস’ সফটওয়্যারে সঠিকভাবে হালনাগাদ করতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দিষ্ট লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। এরপর ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ মেন্যু থেকে ‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ অপশন নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে। বদলি হওয়া প্রতিষ্ঠানের নাম সঠিকভাবে নির্বাচন করে ট্রান্সফার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

*অযোগ্যতার মানদণ্ড (২০২৫ শিক্ষাবর্ষ):
ষষ্ঠ থেকে দশম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিম্নলিখিত শর্তগুলোর যেকোনো একটি পূরণে ব্যর্থ হলে উপবৃত্তি বন্ধ হবে:-

কম নম্বর: বার্ষিক বা সমমানের পরীক্ষায় ৪৫ শতাংশের কম নম্বর পেলে।
কম উপস্থিতি:ক্লাসে ৭৫ শতাংশের কম উপস্থিতি থাকলে।
বিবাহিত শিক্ষার্থী: বিবাহিত শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য অযোগ্য হবেন।

এই নির্দেশনা কার্যকর করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।

-সুচিস্মিতা চক্রবর্তী