রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) পরিভ্রমণকারী ব্যাজ অর্জের লক্ষ্যে
ঢাকা থেকে টেকনাফ ৫০০ কি.মি সাইকেল যাত্রা ঢাকা জেলা রোভারের তিন সদস্য।
বাংলাদেশ প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)এর পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য,১৫০ কি.মি পায়ে হেঁটে যাত্রা অথবা ৫০০ কি.মি সাইকেল যাত্রা সম্পূর্ণ করতে হয়। যাকে রোভারিং জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় র্যাম্বলিং বলা হয় যেখানে আত্মনির্ভরতা, সহনশীলতা ও পরিবেশবান্ধব অভিযাত্রার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়।
ঢাকা জেলা রোভার , তিনজন রোভার মোঃ আবুল হোসেন সাইমুন (আমরা স্কাউট গ্রুপ, ঢাকা),আব্দুল্লাহ আল বারি আদিত (আমরা স্কাউট গ্রুপ, ঢাকা) সাদেক হোসেন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ)

২৬ জুলাই থেকে ৩০ জুলাই ঢাকা (বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর) থেকে পথ যাত্রা শুরু করে কুমিল্লা (সার্কিট হাউস) , ফেনী (সার্কিট হাউস) থেকে শুরু করে চকরিয়া উপজেলা ডাকবাংলো হয়ে টেকনাফ জিরো পয়েন্ট এসে সাইকেলযোগে ৫০০ কিলোমিটারের র্যাম্বলিং সফলভাবে সম্পন্ন করেন।
র্যাম্বলিং সফলভাবে সম্পন্ন করা রোভার রা বলেন ,সাইকেলযোগে ৫০০ কিলোমিটার দূরপাল্লার অভিযাত্রা শুধুমাত্র একটি ব্যাজ অর্জনের উদ্দেশ্যে নয়, বরং এটি নেতৃত্ব, আত্মনিবেদন ও রোভারিং চেতনার এক উজ্জ্বল নিদর্শন। আমরা আশাবাদী,এই অভিজ্ঞতা ও অনুপ্রেরণাকে সঙ্গে নিয়ে আগামীতে পিআরএস অর্জনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবো।
– এস. এম. এম. মুসাব্বির উদ্দিন





