বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আজ চূড়ান্ত হয়রানিতে সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব‑২১ দল থেকে বেছে নেয়া ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেলের নিবন্ধন ফাইনাল করেছে। এএফসি চ্যালেঞ্জ লিগে এই দলে খেলানো হবে বলে তার নিবন্ধনের সময়সীমা ছিল আজ পর্যন্ত।
ক্লাব সভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন যে, তিন বছরের জন্য মিচেলের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এছাড়া, ইংল্যান্ড অনূর্ধ্ব‑১৮ দলেও ২৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে, যা তাকে ঘূর্ণায়মান মিডফিল্ডে রোমাঞ্চকর শক্তি যোগাবে।
গত জুনে তিনি বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার মাধ্যমে জাতীয় পরিচয় নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছেন; যা মিলে গেলে, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নামার পথ সুগম হবে।
এর সঙ্গে, ক্লাব নতুন মৌসুমে কোচিং দায়িত্বে এনেছে ব্রাজিলিয়ান ক্রীড়া পরিচালক সের্জিও ফারিয়াসকে। ৫৮ বছর বয়স্ক এই কোচের কোচিং ক্যারিয়ারে রয়েছে ব্রাজিল অনূর্ধ্ব‑১৭ দলের দায়িত্বের পাশাপাশি কুয়েত প্রিমিয়ার লিগের কাজমা স্পোর্টিং ক্লাবে (জুলাই–সেপ্টেম্বর ২০২৩) কোচের ভূমিকাও।
বসুন্ধরা কিংস ২০১৮ সাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছে। প্রথম দিকে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো-র অধীন দশকের মধ্যে কয়েকটি শিরোপা জিতে সমাদৃত হয় ক্লাবটি। পরবর্তী মৌসুমে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া রোমানিয়ান ভ্যালেরি তিতে, ফেডারেশন কাপ এবং চ্যালেঞ্জ কাপ জিতালেও লিগ শিরোপা দলকে উপহার দিতে পারেননি।
– অংকিতা রায় চৌধুরী





