জেলা সংবাদ

সুনামগঞ্জে অনুষ্ঠিত প্রথম বিতর্ক মেলা

সুনামগঞ্জে এই প্রথমবার অনুষ্ঠিত হয় জেলা বিতর্ক উৎসব। বিভিন্ন কর্মকাণ্ডে অন্যান্য জেলা থেকে পিছিয়ে থাকলেও এবার যেন ঘুরে দাঁড়ালো সুনামগঞ্জ এর অধিবাসীরা। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গড়ে উঠেছে সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি (এস ডি এস)। সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি (এস ডি এস) গত ২৬ মে শুক্রবার দিনব্যাপী আয়োজন করে বিতর্ক উৎসব ।

জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে শিশু বিতর্ক, সনাতনী ও বারোয়ারী বিতর্ক, রম্য বিতর্ক,সংসদীয় বিতর্ক, কর্মশালাসহ বিভিন্ন পর্ব অন্তর্ভুক্ত ছিল। প্রায় ৫০০ শিক্ষার্থীর অংশগ্রহণে সকাল ৯ .০০ টায় আরম্ভ হয় এই অনুষ্ঠান। বিতার্কিকদের ভেতর ছিল চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী থেকে শুরু করে বিশববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী । এখানে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল বি ডি এস(বাংলাদেশ ডিবেটিং সোসাইটি) , এস ইউ ডি এস(শাহজালাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি) এবং এস ডি(সাস্ট স্কুল অব ডিবেট) এর বিতার্কিকদের। বাংলাদেশ ডিবেট ফেডারেশনের উপদেষ্টা কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিমুল আহসান ইমরান এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত শাবিপ্রবি’র বিতার্কিক ধ্রুব রঞ্জন রায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটির সভাপতি সেজু আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান, অনিক চৌধুরী তপু, মাকসুদুর রহমান দীপুসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন। পুরো আয়োজন সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য নাযরা-তান-নাঈম সালওয়া ও হুমায়রা হক হিয়া। প্রত্যেকটি বিতর্কই অতুলনীয় হলেও ছোট শিশুদের কার্টুন নিয়ে করা বিতর্কটি ছিল খুবই হ্রদয়গ্রাহি।বিকেলে ডিবেটিং সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী বিতর্ক উৎসব। সুনামগঞ্জ ডিবেটিং সোসাইটি (এস ডি এস) এর এই বিতর্কের প্রতিভা সবার মাঝে ছড়িয়ে দেয়ার উদ্যোগটি খুবই ফলপ্রসূ হবে ।

দুরন্ত প্রতিনিধি-আফিয়া ফাইরুজ
সিলেট সদর

Leave a Reply