আমার ক্যাম্পাস

রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ-২০২৫।

আজ ৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ । ইডেন মহিলা কলেজে পালিত হলো রবীন্দ্র ও নজরুল জয়ন্তী এবং সেই সাথে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরণী পর্ব। মঞ্চের দুই পাশে রাখা রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের ছবিতে ফুল দিয়ে দুই মহান কবিকে শ্রদ্ধা অর্পণ করা হয়। অনুষ্ঠানটি আজ দুপুর ১২ টায় ইডেন মহিলা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব জনাব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান এবং ইডেন মহিলা কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মাহফিল আরা বেগম। অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন রবীন্দ্র ও নজরুল জয়ন্তী এবং বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক কমিটি -২০২৫ এর সদস্য অধ্যাপক মেহেরুন্নেসা মেরী। সভাপতির দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ ড. শামছুন নাহার । এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষগণ।

সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু করা হয়। তারপর মঞ্চে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা।আজকের অনুষ্ঠানটি ছিল দুই পর্বের। প্রথম পর্বে ছিলো অতিথিদের বক্তব্য এবং পুরস্কার বিতরণী কার্যক্রম। যেখানে অতিথিরা দুই মহান কবির জীবন,কীর্তি ও তাদের বিভিন্ন লেখনী সম্পর্কে মনোভাব ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদেরকে সাহিত্যের প্রতি অনুপ্রাণিত করে তোলেন। বক্তব্যের শেষে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ প্রতিযোগীতায় অংশগ্রহণ করা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় । প্রতিযোগীতায় সর্বোচ্চ পুরস্কার পেয়ে শ্রেষ্ঠ প্রতিযোগী ঘোষিত হন অর্থনীতি বিভাগের ছাত্রী দেবশ্রী ঘোষ এবং রানার আপ হন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ছাত্রী তাসলিমা আক্তার।

“মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল,
মোরা বিধাতার মতো নির্ভয়,মোরা প্রকৃতির মতো সচ্ছল” – নজরুলের এই সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তির সাথে শিক্ষার্থীরা পরিবেশন করে রবীন্দ্র ও নজরুল সঙ্গীত ,নৃত্য ও কবিতা। অত্যন্ত নিপুণতার সাথে আজকের অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
ছবি সংগ্রহ: অংকিতা রায় চৌধুরী

– রিয়া আক্তার