সাম্প্রতিক খবর

সতর্কবার্তা: ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির শঙ্কা,রয়েছে ভূমিধসের আশঙ্কাও।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। দেশের ১৮টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ১৯ জুন, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী সাত দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে নদ-নদীর পানি বেড়ে যাওয়ার পাশাপাশি নগরজীবনে জলাবদ্ধতার সম্ভাবনা তৈরি হতে পারে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায় প্রতিদিনই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষত চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টির ফলে ভূমিধসের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় সাময়িক দমকা হাওয়ার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে বাতাসে আদ্রতা বেশি থাকায় গরম ও অস্বস্তি থেকেই যাবে। রাতের তাপমাত্রা উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে কিছুটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস ও শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। নদনদীতে পানি বৃদ্ধির ঝুঁকিও রয়েছে। এসব ঝুঁকির প্রেক্ষিতে নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের পাশাপাশি সাধারণ জনগণকে ঝড়বৃষ্টি ও বজ্রপাত চলাকালে সাবধানে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা জায়গা, নৌপথ ও গাছপালার নিচে অবস্থান এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

-অংকিতা রায় চৌধুরী