তারুণ্যের কন্ঠস্বর

আমি কি চাই

আমি কি চাই
-নুবাহা নাফতিহা

সবাই আমায় জিজ্ঞেস করে আমি কি হতে চাই?
আমি চাইলেই কি তা হতে পারবো,যা আমি চাই?
আমি চাই ভোরের শিশির হতে,
ফুল হয়ে সকলের মাঝে সৌরভ ছড়াতে চাই আমি,
গোধূলি লগ্নের লালচে আলোর মতো স্নিগ্ধতা ছড়াতে চাই,
আমি চাই সুবিশাল আকাশ হতে,
যাতে শুভ্র মেঘপুঞ্জ খেলা করে বেড়ায়।
আমি মুক্ত পাখি হতে চাই,
যারা নিশ্চিন্তে আকাশে বিচরণ করে বেড়ায়,গান গায়,গাছে গাছে ঘুরে বেড়ায়।
আমি চাই সমুদ্র হতে,
যার কাছে গিয়ে মানু্‌ষ নীরব প্রশান্তি পায়।
আমি নদী হতে চাই,
যার অবিরাম ধারা মানুষকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
যে বাধাহীন ভাবে নির্বিঘ্নে সামনে বয়ে চলে।
আমি কি সত্যিই তা হতে পারবো যা আমি চাই?