দাবি একটাই, টিকিট অথবা টিকিট। ফুটবল পাড়ায় এই একটি দাবিতে এখন সয়লাব। এই দাবির পেছনে রয়েছে বাংলাদেশ ফুটবলের মরণ ভক্তদের একটি দল বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। ব্লাক আর্মি খ্যাত এই সাপোর্টার্স বা ফ্যান বেইজটি ইতিমধ্যে দেশের ফুটবল উন্নয়নে তাদের সমর্থন এবং নানা ক্ষেত্রে দেশের ফুটবলের জন্য কাজ করেছে এই ফ্যান বেইজটি। অথচ দুঃখের বিষয় হলো, আগামী ১০ ই জুন অনুষ্ঠাতব্য বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের টিকিট এখনো পায়নি দেশের ফুটবলের নিবেদিত এই সমর্থক গ্রুপটি।
গত ২৭ মে ফ্যান বেইজটি আনন্দ আর স্বপ্ন নিয়ে তাদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলো অথচ এখন সেই গ্রুপটিই স্টোডিয়ামের ফটক পার করে গলা ফাটিয়ে দলকে সমর্থন দিতে পারবে কিনা সেটার অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা ক্রিকেটেও কোন ফ্যান বেইজকে এতো মরিয়া হয়ে ক্রিকেটের জন্য গলা ফাটাতে দেখিনি যতটা না করে যাচ্ছে ফুটবলের জন্য বাংলাদেশি ফুটবল আল্ট্রাস। ব্লাক আর্মিরা আমাদের মতো আর পাঁচজন সাধারণ দর্শকদের মতো এই সুদিনের সাথি হয়নি। বিগত কয়েক বছর ধরে যদি আপনারা ফুটবলে নজর রাখেন তবে আপনার চোখে এই পাগল দর্শকদের চোখে পড়ার কথা। স্টেডিয়ামে আর কেউ যাক বা না যাক এই ব্লাক আর্মির দল ঠিকই উপস্থিত।
বিভিন্ন সূত্রে জানা যায় যে, এখন থেকে প্রায় ৪০ দিন পূর্বে ব্লাক আর্মিরা ফুটবল ফেডারেশনকে তাহাদের চাহিদা ৩০০০ টিকিটের কথা জানিয়েছে। সেই সময় বাফুফে থেকে তাদের বিভিন্ন ভাবে আশ্বস্ত করা হলেও ম্যাচ যত সামনে এগিয়ে আসছে তাদের আশায় গুড়েবালি দেয়া হয়েছে। তাদেরকে মাত্র ১০০ টিকিটের কথা বলে আশ্বস্ত করার গুঞ্জন শোনা যাচ্ছে। এতে করে আল্ট্রাস বাহিনী মনক্ষুণ্ন হয়ে গতকাল থেকে বাফুফে ভবনের সামনে “টিকিট অথবা টিকিট এই দাবিতে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। দেশের ফুটবল পাগল ফ্যান গ্রুপটির এই কর্মসূচিতে ইতিম্যধে অনেকেই সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশি ফুটবল আল্ট্রাস যেহেতু দুঃসময়েও দলের পাশে ছিলো, তাই এই ফুটবল জোয়ারের সময়ও তাদের বঞ্চিত করা উচিত নয় বলে মনে করছেন নেটিজেনরা।
ব্লাক আর্মিদের প্রতি সমর্থন জানিয়ে, জাহিদ হাসান এমিলি একটি নিউজ মিডিয়াকে বলেন, “ আল্ট্রাসরা ২-৩ হাজার টিকিট প্রাপ্য! কেননা, দুঃসময়ে তারাই বাংলাদেশ ফুটবলের পাশে দাঁড়িয়ে ছিল” । অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্রীড়া সাংবাদিক রিফাত এমিল এক পোস্টে আল্ট্রাসের প্রতি সমর্থন জানিয়ে লিখেন, “ এরাই কিন্তু খারাপ সময়ে গ্যারিতে বাংলাদেশ নামের গর্জন এনেছিল ফুটবলে। দুনিয়ার সব দেশে, বড় ক্লাবে ফ্যান গ্রুপের জন্য আলাদা টিকিটের ব্যবস্থা থাকে… টাকা দিয়ে কিনতে চেয়েও বাংলাদেশে আল্ট্রাস টিকিট পাচ্ছে না। দেখবে কে?”
আল্ট্রাস বাহিনীকে দেখার জন্য একমাত্র বাফুফে ছাড়া আর কেউই নেই। তাই সারা দেশে আজ ০৩ রা জুন বাংলাদেশি ফুটবল আল্ট্রাস ও সাধারণ দর্শকরা আল্ট্রাসের জন্য টিকিটের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। বর্তমানে বাংলাদেশের আলট্রাসদের সদস্যসংখ্যা ১০ হাজারের উপর এবং ২০১৯ সালের ২৭ মে থেকে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে এই সমর্থক গোষ্ঠীটি।
– লোকনাথ মন্ডল





