ইতোমধ্যেই,বাজতে শুরু করেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা।বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা।মেক্সিকো, কানাডা আর যুক্তরাষ্ট্র এই তিন দেশ যৌথভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদার এই লড়াই।
১১ জুন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে।এই ভেন্যুতেই ১৯৭০ সালে পেলের ব্রাজিল জিতেছিল ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ ট্রফি। আর ১৯৮৬ সালে ম্যারাডোনার আর্জেন্টিনা শিরোপা জিতে একই ভেন্যুতে। এই ভেন্যুটির চেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ আয়োজনের রেকর্ড নেই অন্য কোনো স্টেডিয়ামের।ইতোমধ্যেই ১৭ টি বিশ্বকাপ ম্যাচ আয়োজিত হয়েছে এই ভেন্যুতে।২০২৬ বিশ্বকাপে আরো পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে । ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জুলাই ২০২৬,যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
১২ জুন কানাডা ও যুক্তরাষ্ট্রে শুরু হবে বিশ্বকাপ উন্মাদনা। কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হবে প্রথম বিশ্বকাপ ম্যাচ।আর যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ পর্ব শুরু হচ্ছে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম থেকে।
আগামী বিশ্বকাপ আসরে বদলে যাচ্ছে চিরায়ত ফরম্যাট। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে ৪৮ দেশ।নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। বিশ্বকাপের ম্যাচ সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াবে ১০৪ টি।
২০২৬ সালের ১১ থেকে ২৭ জুন চলবে গ্রুপ পর্বের খেলা। ২৯ জুন থেকে ৩ জুলাই হবে শেষ ৩২ দলের লড়াই। আর শেষ ১৬ রাউন্ডের খেলা হবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। লস অ্যাঞ্জেলেস মিয়ামি, কানসাস সিটি, বস্টনে হবে কোয়ার্টার ফাইনালের লড়াই ৯ থেকে ১১ জুলাই। ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়।আর ১৯ জুলাই ফাইনালের মহারণ হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।৮২ হাজার পাঁচশ দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ফাইনালসহ অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ৫ টি ম্যাচ।
– অংকিতা রায় চৌধুরী





