হেলথ ফিচার

হ্যালিটোসিস (Halitosis)

এর অর্থ মুখে দুর্গন্ধ। এ সমস্যা অনেকেরই হয়৷ অনেকেই বিব্রত হয় জনসমক্ষে কথা বলতে, নিদেনপক্ষে হাসতেও, কারণ মুখগহ্বরের দুর্গন্ধের তীব্রতা এমনই যে,এর সম্মুখীন হওয়া কোন বীরেরও অসাধ্য।

কিন্তু এর কারণটা কি? সাধারণত যারা আমিষাশী, যাদের খাদ্যতালিকায় পেঁয়াজ রসুন জাতীয় জিনিস থাকে। এসব খেলে সেগুলো রক্তপ্রবহ ও ফুসফুসে এদের সারাংশ যায়। যার ফলে এই বিপত্তি। তবে এটা সর্বজনগ্রাহ্য নয়। এটা দাঁতের অযত্নেরও ফল। মুখে লালার পরিমাণ কমে গেলেও এ দুর্দশা হয়।

সমাধান – নিয়মিত ব্রাশ করা। সাথে জিহ্বাও। কারণ কোন কোন মানুষের জিহ্বায় লম্বা খাঁজ বা ফিসার থাকে যেখানে খাদ্যকণা জমা হয়।

-ডক্টর শুভ্র ধর, ঢাকা