খেলাধুলা

সুয়ারেস যোগ দিলেন লিওনেল মেসির ইন্টার মায়ামিতে

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সম্পর্ক ছিল বন্ধুত্বের চেয়েও বেশি কিছু। তাই ক্যারিয়ারের শেষটা করতে চেয়েছিলেন একই সঙ্গে খেলে। সেটাই হয়তো হতে যাচ্ছে। দুইজন আবারো এক ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতাবেন।হ্যাঁ, লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লুইস সুয়ারেস। এক বছরের চুক্তিতে নাম লিখিয়েছেন মেজর সকার লিগের ক্লাবটিতে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার মায়ামি।
বার্সেলোনা ছাড়ার পর অ্যাতলেতিকো মাদ্রিদে খেলেছেন সুয়ারেস।এরপর নাসিওনাল ঘুরে গত মৌসুমে খেলেছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। সেখান থেকে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ফুটবলে। আর মেসি পিএসজি ঘুরে এখন আছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে।
মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জন ছিল মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে দেখা যেতে পারে সুয়ারেসকে।সেটাই সত্যি হলো। সুয়ারেসকে দলে টানার বিষয়টি নিশ্চিত করে মায়ামি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘একটি নতুন স্বপ্নের শুরু। স্বাগতম সুয়ারেস।’
আবারো মেসির সঙ্গে খেলবেন ভেবে রোমাঞ্চিত হতেই পারেন সুয়ারেস। সেই সঙ্গে মায়ামিকে শিরোপা জেতাতে চান ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ড, ‘আমি খুব খুশি এবং মায়ামির হয়ে খেলতে নামার জন্য রোমাঞ্চিত।মায়ামির স্বপ্নে পূরণে আরো বেশি শিরোপা জেতাতে আমি প্রস্তুত এবং ইন্টার মায়ামি যেন মেজর সকার লিগ জিততে পারে সেজন্য সাহায্য করতে চাই, এটা সবার স্বপ্ন।’

-দুরন্ত ডেস্ক