বিনোদন

এবার যুক্তরাজ্যে জেমস

প্রায় দেড় মাস ধরে ‍যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শো করে এ বছরের জুলাইয়ে দেশে ফিরেছিলেন ‘নগর বাউল’ মাহফুজ আনাম জেমস। এবার তাঁর গন্তব্য যুক্তরাজ্য। ৩ ডিসেম্বর সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন এই তারকা গায়ক, জানিয়েছেন তাঁর মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।

দীর্ঘ ১০ বছর পর লন্ডনে গাইতে গেলেন জেমস।

৭ ডিসেম্বর লন্ডনের দ্য রয়াল রিজেনসি ও ১০ ডিসেম্বর বার্মিংহামে দুটি শোতে গাইবেন জেমস।
রবিন বলেন, ‘শো শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবেন জেমস। ১৫ ডিসেম্বর দেশে আরেকটি কনসার্ট আছে তাঁর।’

-দুরন্ত ডেস্ক