বন্ধুরা, আমরা এখন সত্যিকার ইতিহাস জানার সুযোগ পাচ্ছি। আমাদের মাতৃভাষার কথা, স্বাধীনতার কথা, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কথা। ১৯৭৫ সালের ১৫ আগষ্টে তাঁকে স্বপরিবারে হত্যা করে বাংলার শত্রুরা।
কিন্তু বাংলার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু আমাদের মাঝে বেঁচে আছেন আলোকবর্তিকা হয়ে।
তিনি সারাটা জীবন সংগ্রাম করেছেন আমাদের বাংলাদেশের মানুষদের জন্য, তোমরা ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকতে পারো সেই জন্যই।
বন্ধুরা, তাঁর সম্পর্কে তোমাদের জানতে হবে, তার ভালোবাসাকে ভালোবাসতে হবে। তবেই তোমরা জানতে পারবে দেশপ্রেম কাকে বলে।